clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Kamal Ahsan books

follower

কামাল আহসান

কামাল আহসান (৩ ফেব্রুয়ারি ১৯৭৩ - ১ ফেব্রুয়ারি ২০২১) কবি কামাল আহসান একজন আধুনিক বাংলাদেশি কবি ও কথাসাহিত্যিক। তিনি ১৯৭৩ সালের ৩ ফেব্রুয়ারি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার উত্তর কেশবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা সাহিত্যে নব্বই দশকে যে ক'জন মেধাবী কবির আবির্ভাব ঘটে তাদের মধ্যে কবি কামাল আহসান অন্যতম। জীবনে বিশ্বাস যার স্রষ্টার প্রতি, কবিতার ছন্দে ছন্দে সেই বিশ্বাসের স্ফুরণ পাখনা মেলেছিল। এছাড়া সত্য, সুন্দর, পরকাল, নবি-রাসুল, দেশপ্রেম ও প্রেম-ভালোবাসার মতো ইতিবাচক বিষয়-আশয়ই ছিল তার লেখার মূল অনুষঙ্গ। তার প্রথম গল্পগ্রন্থ ‘প্রণয়দষ্টিতা’ প্রকাশিত হয় ১৯৯৬ সালে। প্রথম কাব্যগ্রন্থ ‘আহসান জেনে গেছে বরফের ছল’ প্রকাশিত হয় ২০০০ সালে। তারপর দীর্ঘ বিরতি। দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘মানুষ মানুষ বলে সুনাম ছড়াবো’ প্রকাশিত হয় ২০১৮ সালে এবং কাব্যগ্রন্থ ‘বিমুগ্ধ সন্ধ্যার গান’ ২০২১ সালের একুশে বইমেলায় যখন স্থান পায়, তখন তিনি আর আমাদের মাঝে বেঁচে নেই। ২০২১ সালের ১লা ফেব্রুয়ারি তিনি চট্টগ্রামে একটি সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। কবির জীবদ্দশায় তাঁর নিজ হাতে তৈরি করা শেষ পাণ্ডুলিপি নিয়ে আরেকটি কাব্যগ্রন্থ ‘রঙের রাধিকা’ প্রকাশিত হয় ২০২৪ সালে। একক গ্রন্থ ছাড়াও বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থে তাঁর বেশকিছু কবিতা স্থান পেয়েছে। কবির লেখা অসংখ্য কবিতা এখনও অপ্রকাশিত রয়ে গেছে, যেগুলো ধীরে ধীরে বই আকারে প্রকাশের উদ্যোগ নেয়া হচ্ছে। তিনি ব্রজমোহন কলেজ, বরিশাল থেকে সমাজ বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরিরত ছিলেন। এছাড়া তিনি আঁতুড়ঘর ও শেকড় সাহিত্য পত্রিকা সহ বেশ কয়েকটি অনিয়মিত সাহিত্য পত্রিকার সম্পাদনার সাথে জড়িত ছিলেন।

কামাল আহসান এর বই সমূহ

(Showing 1 to 4 of 4 items)

Recently Viewed