প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
মোঃ রফিকুল ইসলাম
জন্ম ১৯৬৩ সালে টাংগাইল জেলার যমুনা নদীবিধৌত নিভৃত পল্লীতে। বেড়ে উঠাও সেখানে। পড়াশােনার হাতেখড়ি গ্রামের স্কুলে। মাধ্যমিক পর্যন্ত গ্রামেই কেটেছে। উচ্চ মাধ্যমিক নটরডেম কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে। বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে বাংলাদেশ পাট গবেষনা ইনস্টিটিউটে কর্মজীবন শুরু। পরবর্তীতে বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট হয়ে বাংলাদেশ সিভিল সার্ভিস '৮৬ মাধ্যমে পুলিশ বিভাগের চাকুরিতে যােগদান। চাকুরী জীবন কেটেছে দেশের বিভিন্ন অঞ্চলে। ময়মনসিংহ, সাতক্ষীরা জেলায় ছিলেন এসপি হিসেবে। পুলিশে চাকুরী জীবনের শুরুতে ১৯৯৪ সালে “অপারেশন আপহােল্ড ডেমােক্রেসি” মিশনে আন্তর্জাতিক পুলিশ মনিটর হিসেবে হাইতিতে যাবার সুযােগ পান। এরপর বসনিয়া, কসােভাে ও আইভরি কোস্টে জাতিসংঘ মিশনে কাজ করেছেন। জাতিসংঘ মিশনে কাজ করার সুবাদে ও প্রশিক্ষণে, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইটালী, ইংল্যান্ড, ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়াসহ ইউরােপ, আফ্রিকা, এশিয়ার প্রায় ২২ টি দেশ ভ্রমণের সুযােগ পান। বর্তমানে সিআইডি, ঢাকায় কর্মরত আছেন। “হাইতি : পশ্চিম গােলার্ধের আফ্রিকা” নামে তাঁর আরও একটি বই প্রকাশিত হয়েছে।