clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Abdul Mukit Choudhury books

follower

আবদুল মুকীত চৌধুরী

আবদুল মুকীত চৌধুরী বিশিষ্ট গবেষক সাংবাদিক কবি আবদুল মুকীত চৌধুরী। আট-এর দশকের শুরু থেকে নজরুল সাহিত্যচর্চা, গবেষণা ও সম্পাদনায় খ্যাতিমান । পাঁচ দশকের অধিক কাল কাব্যচর্চায় নিবেদিত তিনি। সৃজনশীলতায় নতুন মাত্রা যােগ করেছেন বাগধারা প্রয়ােগ ভিত্তিক কাব্যে। তার বহুমুখী সাহিত্যকর্মে রয়েছে কাব্য, কাব্যানুবাদ, নজরুল সাহিত্য ও নজরুল সম্পর্কিত গ্রন্থ সম্পাদনা,। শিশুসাহিত্য, ভ্রমণকথা ও অনুবাদকর্ম সম্পাদনা ।। শােষিত, বঞ্চিত, নির্যাতিত মানুষের প্রতি সহমর্মিতা ও মানবিক ভূমিকার ব্যাপারে কাব্য ও প্রবন্ধমালায় সােচ্চার আবদুল মুকীত চৌধুরী। আস্তিক্যচেতনার ছায়ায় মানুষের মুক্তিসংগ্রামের যৌক্তিক অরিমিতি ও সাফল্যে কবি দৃঢ় প্রত্যয়ী। বিভাগ-পূর্ব সিলেটের করিমগঞ্জে জন্ম ১৮ ফায়ূন ১৩৪৮ বাংলা/ ২ মার্চ ১৯৪২ ইং । বি আবদুর রশীদ চৌধুরী (মরহুম), মাতা বশীরা খাতুন চৌধুরী (মরহুমা)। শিক্ষা : বি এ, গৌ. বি. (১৯৬৫, মধ্য ইংরেজিতে বৃত্তি '৫৭ ও ম্যাট্রিকুলেশনে প্রথম বিভাগ '৬১)।। বর্ণাঢ্য কর্মজীবনে শিক্ষক, গবেষক, সম্পাদক, সাংবাদিক। ১৯৬৪ থেকে ৮ অক্টোবর '৭৯ ইং পর্যন্ত শিক্ষকতা। সর্বশেষ সিনিয়র শিক্ষক, নজরুল একাডেমী কিন্ডারগার্টেন, ঢাকা। এ সময় মাসিক ঢাকা ডাইজেস্টের পক্ষ থেকে নজরুল--ঘনিষ্ঠ কবি সাহিত্যিকদের সাক্ষাৎকার গ্রহণকারী (১৯৭৬-৭৮)। সাবেক সহযােগী সম্পাদক, মাসিক মদীনা। ৯ অক্টোবর '৭৯ থেকে ৩১ জানুয়ারি ২০০৩ ইং পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশন পত্রিকা (গবেষণা ত্রৈমাসিক)-এর সহকারী সম্পাদক, সহযােগী সম্পাদক ও ভারপ্রাপ্ত সম্পাদক এবং প্রকাশনা ব্যবস্থাপক ও গবেষণা কর্মকর্তা। এ সময়কালে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর মীলাদুন্নবী (সা) স্মরণিকা সম্পাদনা প্রকাশনা সহ খণ্ডকালীন বিভিন্ন পত্রিকা ও সাময়িকীর সম্পাদনা ও প্রকাশনা সংশ্লিষ্ট। বিশেষ বিশেষ উপলক্ষ, জাতীয় দিবস ও পর্বভিত্তিক বহুসংখ্যক সংকলন ও প্রকাশনার সম্পাদক বা সম্পাদনা সংশ্লিষ্ট ছিলেন তিনি। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে দীর্ঘকালীন সংশ্লিষ্টতা। মাসিক ‘পরওয়ানা’ সংশ্লিষ্টতা। ঢাকা বেতারে ম্যাগাজিন ‘উত্তরণ’ ও ‘দর্পণ’-এর সাবেক গ্রন্থ। আলােচক, ‘দর্পণ’-এর ‘বারেক তাকাই যদি' অনুষ্ঠানে 'বাংলাদেশের পুরাকীর্তি ও দর্শনীয় স্থান' -এর সাবেক প্রতিবেদক এবং ‘পথ ও পাথেয়’ ও ‘বহির্বিশ্ব কার্যক্রম'এ সাবেক কথক। সাবেক সিনিয়র অনুবাদক, বিটিভি।

আবদুল মুকীত চৌধুরী এর বই সমূহ

(Showing 1 to 3 of 3 items)

Recently Viewed