প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
রুমন আশরাফ
আমার পুরো নাম মোঃ আশরাফুল আলম। ডাকনাম রুমন। লেখালেখিতে ‘রুমন আশরাফ’ নামেই বর্তমানে পরিচিত। দাদার বাড়ি টাঙ্গাইল জেলায়। আর আমার জন্ম নারায়ণগঞ্জ জেলায় নানার বাড়িতে। মা-বাবার বড় সন্তান আমি। বাবার চাকরির সুবাদে বিভিন্ন জেলায় কেটেছে আমার শৈশব এবং কৈশোর। অবশেষে নারায়ণগঞ্জেই স্থায়ী নিবাস গড়েছি। বর্তমানে একটি মালটিন্যাশনাল কোম্পানিতে কর্মরত আছি। চাকরির কারণে বাবার মতো আমিও এখন জেলায় জেলায় ঘুরছি। পড়াশুনা করেছি কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে। মা-বাবার উৎসাহে লেখালেখির হাতেখড়ি আমার। স্কুল জীবন থেকে লেখালেখি শুরু। লিখেছি বিভিন্ন লিটল ম্যাগাজিন আর সাহিত্য পত্রিকায়। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ছিলাম। প্রথমবারের মতো ২০২০ সালের বই মেলায় এই বইটি এককভাবে প্রকাশ হল। এর আগে ১৯৯৯ সালের বই মেলায় ‘প্রিয়তমেষু’ নামক একটি সংকলিত কবিতার বইয়ে আমার একটি কবিতা প্রকাশিত হয়। ‘কবি সংসদ বাংলাদেশ’ এর একজন সদস্য ছিলাম। কিন্তু কবিতা আমাকে খুব একটা আকৃষ্ট করেনি। একসময় একটি জাতীয় দৈনিক পত্রিকার নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার পাঠক ফোরামের সাধারণ সম্পাদক ছিলাম। এরপর চাকুরীর ব্যস্ততার কারণে লেখালেখি থেকে প্রায় একযুগ দূরে ছিলাম। পরবর্তীতে লেখালেখি থেকে নিজেকে আর দূরে সরিয়ে রাখতে পারিনি। লেখালেখি চালিয়ে যাচ্ছি ‘সোনেলা’ ব্লগে, সোশ্যাল মিডিয়াতে। একসময় ছবি আঁকা এবং ডাক টিকেট সংগ্রহ করা ছিল আমার শখ। এখন শখটা পরিবর্তিত হয়ে ছবি তোলায় রূপ নিয়েছে। ফটোগ্রাফি করা এখন অনেকটা নেশায় পরিণত হয়েছে। গিটার শেখার শখও চেপেছিল একসময়। স্বনামধন্য ব্যান্ড ওয়ারফেইজের গিটারিস্ট কামাল ভাইয়ের কাছে সামান্য কিছুদিন হাতেখড়ি হয়েছিল। কিন্তু বেশীদিন গিটারের সান্নিধ্যে থাকতে পারিনি। বৈবাহিক জীবনের শুরুতেই ইতি টানতে হয়। অবসরে গান শুনি আর গ্রাফিক্স ডিজাইন এর কাজ করি। দাম্পত্য জীবনে মহান আল্লাহ্ আমাকে সুখী রেখেছেন। আলহামদুলিল্লাহ্। এক কন্যা সন্তানের জনক আমি।