প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
শুভ বিশ্বাস
সভ্যতার এই যুগে বেমানান এই আমি এক পুরাতন জীর্ণ ছিন্নবস্ত্রের ন্যায়। লবাসা বুক কেউ কেউ তাও ভালোবাসা বুক ভরে দেয়, কেউ কেউ ঘৃণা। আমি ভালোবাসা আর ঘৃণার ফারাক বুঝি না বলে অবলীলায় তাদের পুষে রাখি বুকের ভেতর। কি অদ্ভুত, ভালোবাসা আর ঘৃণারা পাশাপাশি বাস করে যায় অনন্তকাল ধরে। জীবনের পরিক্রমায়, একদিন এই ভালোবাসা আর ঘৃণারা ও নেই হয়ে যাবে, মুছে যাবে নাম, ঠিকানা ও পরিচয়। তাই আমি এই জীবনের নাম দিয়েছে মৃত্যু, আর নিজের পরিচয় মানুষ। আমি তাই বিবেদ খুঁজি না, ধর্ম, বর্ণ ও জাতে। অমানুষে ভরা পৃথিবীতে 'মানুষ হয়ে জন্মানোটা আনন্দের, মানুষ হয়ে মরতে পারাটা গৌরবের'।