প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আ.জ.ম. সিকানদার মোমতাজী
আজম সিকান্দার মোমতাজী ১৯৪২ সনের ১লা ফেব্রুয়ারি পটুয়াখালী জেলার পাঙ্গাশিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মধ্য পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শুরু করলেও পরবর্তীতে পাঙ্গাশিয়া আলীয়া মাদ্রাসা থেকে বৃত্তিসহ দাখিল, আলিম, ফাযিল, কামিল পাশ করেন। ১৯৬৮ সনে পটুয়াখালী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় তিনি তৃতীয় স্থান লাভ করেন। ১৯৭২ সনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি এ অনার্স ও ১৯৭৩ সনে এম এ ডিগ্রী লাভ করেন। উভয় পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হন। অনার্সে তিনি দুটি স্বর্ণপদক লাভ করেন। বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষকতা দিয়ে তাঁর কর্মজীবন শুরু হলেও তিনি ১৯৭৯ সনে সরকারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজে ইসলামিক স্টাডিজ বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। বরিশালের চাখার সরকারি কলেজে সহকারী অধ্যাপক এবং পটুয়াখালী সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।