প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
সোহানা হোসেন নিশি
সােহানা হােসেন। ডাকনাম নিশি। বাউলমনাবিরহপ্রিয়-বইপাগলপ্রাণ মানুষ একজন। জন্ম যশাের জেলার চৌগাছা উপজেলায় ১৯৯৬ সালে। শিক্ষক বাবার মতাে তিনিও মনে প্রাণে সৎ- স্বচ্ছ একজন মানুষ। মা তার একমাত্র প্রিয় বন্ধু, পেশায় যিনি গৃহিনী। ভালােবাসেন বানের মতাে ছলছল জল রাশি, স্বচ্ছ ঢেউ, শান্তিনিকেতন, প্যারিস রােড, রবীন্দ্রভবন, বাবার হাতে ধরে হাটবাজার, আগুনফাগুন, বৈশাখ, মায়ের চোখেমুখে জীবন জয়ের হাসি দেখতে। পড়াশােনা করছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ছােটবেলা থেকে পেলেপুষে রাখা ইচ্ছাটার সবটুকু পূরণ না হলেও কিছুটা করতে পেরেছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে। ভালােবাসেন রবীন্দ্রনাথ, শরত্যাবু, জীবনানন্দ, সুনীল, নিমাই, বিভূতি, শক্তি কিংবা সাদাত হােসেনের মতাে লেখকদের বই পড়তে। এ বয়সেই সংগ্রহ করেছেন তিন শ'র মতাে দেশি বিদেশি বই। বাবার করানাে বই পড়ার অভ্যাস থেকেই পাঠক থেকে লেখিকা হবার সাহস পেয়েছে। প্রযত্নে, বাবা উপন্যাসটি লেখিকার প্রথম গল্প-উপন্যাস। মৃত্যুর আগে তিনি পৃথিবীর জন্য মঙ্গলজনক কিছু দিয়ে যেতে চান।