প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
অঞ্জনা দত্ত
অঞ্জনা দত্ত পেশায় চিকিৎসক নেশায় লেখক ও ভ্রমণপিয়াসী অঞ্জনা দত্তকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীভৎস স্মৃতি তাড়িয়ে বেড়ায়। তার অধ্যয়নকালীন উল্লেখযোগ্য সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নে কাটে। এই সময়ে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ঘটনাবলী সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন। তার ভ্রমণপিপাসু স্বামী প্রদীপ কুমার দত্তের সঙ্গে হাওয়াই দ্বীপপুঞ্জে যান। সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ধ্বংসলীলার চিহ্ন দেখেছেন। 'আরিজোনা মেমোরিয়ালে' জাপানি বিমান আক্রমণের ওপর নির্মাণ করা ডকুমেন্টারি দেখেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জাপানের প্রশান্ত মহাসাগর নিয়ন্ত্রণে রাখা নিয়ে যে তুমুল যুদ্ধ হয়েছিল সেসব দ্বীপরাষ্ট্রেও ভ্রমণ করেছেন। হো চি মিন শহরের কাছে কু চি টানেলও তার দেখার সুযোগ হয়েছিল। রুয়ান্ডা জেনোসাইডের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে তিনি রুয়ান্ডা জেনোসাইড মেমোরিয়াল পরিদর্শন করেন। জেনোসাইডে ক্ষতিগ্রস্ত দেশগুলো ভ্রমণ করে তার মনে হয়েছে পৃথিবীতে যুদ্ধবাজদের চেহারা একইরকম, পৃথিবীর সর্বত্র জেনোসাইডের চিত্র একই। যে স্বপ্ন নিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধে দেশের ছাত্র যুবকদের বিশাল এক অংশের সাথে সাধারণ জনগণ মুক্তিযুদ্ধ করেছিল, সে স্বপ্ন পূরণ না হওয়ায় অঞ্জনা দত্ত হতাশা বোধ করেন। মুক্তিযুদ্ধের ফসল ঠিকমতো গোলায় তুলতে না-পারায় এবং অবহেলিত চার লক্ষাধিক সম্ভ্রমহারা মা-বোনদের নীরব কান্নায় তিনি যে অন্তর্জালায় জ্বলতেন তারই বহিঃপ্রকাশ ঘটেছে 'দূরের কাছের একাত্তর' উপন্যাসটিতে। একাত্তর পরবর্তী প্রজন্ম উপন্যাসটি পড়ে জানতে পারবে পাকিস্তানি সেনাবাহিনীর নারকীয় ও বর্বর কর্মকাণ্ডের ইতিহাস এবং বুঝতে পারবে কত চড়া দামে কিনতে হয়েছিল দেশের 'স্বাধীনতা'!