প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
এম এ আজম খান
এম এ আজম খান ঝালকাঠি জেলার নলছিটি থানার চৌদ্দবুড়িয়া গ্রামে ১৯৪৮ সালে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম আব্দুল মান্নান খান এলাকায় একজন স্বনামধন্য সমাজসেবক ও দানবীর হিসেবে খ্যাত ছিলেন। এম এ আজম খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করেন । স্বাধীনতার পর পরই সাপ্তাহিক বজ্রকণ্ঠ পত্রিকায় নিজস্ব সংবাদদাতা হিসেবে তিনি কর্মজীবনের সূত্রপাত করেন। জীবন বীমা কর্পোরেশনে ফিল্ড অফিসার ও এক্সিকিউটিভ হিসেবে তিনি সুনামের সাথে কাজ করেন। জীবন বীমা কর্পোরেশনে উন্নয়ন ফোরামে কেন্দ্রীয় কমিটিতে পরপর দুই বার বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হন। মাঝখানে ইরাকের রাজধানী বাগদাদে একটি রাষ্ট্রায়ত্ত কোম্পানিতে চাকরি করেন। তিনি বাগদাদে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থের স্বপক্ষে নিয়মতান্ত্রিকভাবে ঐক্য গড়ে তুলে তাদের জন্য সুযোগ-সুবিধা আদায়ে নেতৃত্ব দেন এবং সফলতা অর্জন করেন। এরপর দুবাইতে ক্রেডিট এন্ড কমার্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে ঊর্ধ্বতন উন্নয়ন কর্মকর্তা হিসেবে ট্রেনিংপ্রাপ্ত হয়ে কিছুকাল চাকরি করেন।