প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মুস্তফা মানিক
মুস্তফা মানিক ১৯৮৯ সালের ১০ এপ্রিল চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার দাতমারা ইউনিয়নে নানার বাড়িতে জন্ম গ্রহণ করেন। পৈতৃক নিবাস একই উপজেলার ভূজপুর থানার পাগলিছড়ি গ্রামে। পিতা সাইয়্যেদ আমিনুল হক ও মাতা নুর আয়েশা বেগম। ৫ ভাই-বোনের মধ্যে তিনি পিতা-মাতার একমাত্র ছেলে সন্তান। মায়ের হাতেই তার পড়ালেখার হাতেখড়ি। ২০০৫ সালে মাধ্যমিক ও ২০০৭ সালে উচ্চ মাধ্যমিক কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে ২০১১ সালে অনার্স ও ২০১২ সালে মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমানে একটি বেসরকারি কলেজে প্রভাষক হিসেবে কর্মরত আছেন। ৭ম শ্রেণির ছাত্র থাকাকালীন সময়েই লেখালেখির সূচনা। সে থেকে শুরু তার লেখালেখির পথচলা। পরবর্তিতে জাতীয় ও আঞ্চলিক দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকায় লিখছেন নিয়মিত। ক্রিয়েটিভ ইংলিশ গ্রামার নামক বইটির মাধ্যমে তার যাত্রা শুরু। ইতোমধ্যে এটির ২য় সংস্করণও পাওয়া যাচ্ছে। মুস্তফা মানিক মূলত দেশের পরিচিত তরুণ ছড়াকারদের একজন। স্বাচ্ছন্দ্যবোধ করেন শিশুদের নিয়ে কাজ করতে। ইতোমধ্যে শিশু সাহিত্যিক হিসেবে পোক্ত করেছেন নিজের আসন। তার প্রথম প্রকাশিত শিশুতোষ ছড়ার বই "দূর্বাঘাসে শিশির হাসে"। পাপড়ি আয়োজিত তরুণ শিশুসাহিত্য পুরস্কার প্রতিযোগিতায় টপটোয়েন্টিতে স্থান পাওয়া এই বইটি ২০২০ বইমেলায় প্রকাশ করে পাপড়ি প্রকাশ, সিলেট। ২০২১ বইমেলাকে সামনে রেখে প্রি অর্ডার চলছে তার আত্নোয়নমুলক বই সিক্রেট ম্যাসেজ। সাড়াজাগানো এই বইটি আসছে সৃজনশীল প্রকাশনা অক্ষরবৃত্ত থেকে।