প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
মুসা আমান
মুসা আমান। জন্মেছেন ইংরেজি ১৯৯৬ সালে। প্রাথমিক শিক্ষা গ্রামের স্কুলে হলেও এরপর থেকে হিফজ ও তাকমিল ফিল হাদিস আগাগোড়া কওমি মাদরাসায়। মাদরাসার নিরাপদ চৌকাঠে থেকেই সাহিত্যের নানা শাখায় লেখালেখির চর্চা করেছেন। শিক্ষকতা ও লেখালেখি তার প্রিয় ব্যস্ততা। আর চোখজোড়া স্বপ্ন—ইসলামি খিলাফাহর। দ্বীনের মৌলিক দাওয়াতে সময় দিয়েছেন দেশের বেশ কিছু জেলায়। উসতাজের নিরবচ্ছিন্ন তত্ত্বাবধানে এখনো তিনি নিজেকেই গড়ে চলেছেন, অবিকল ছাত্রের মতো। নিজেকে ছাত্র ভাবতেই ভালো লাগে তার। অনুবাদ, সম্পাদনা ও সংকলন মিলিয়ে প্রকাশিত বইয়ের সংখ্যা বেশ কিছু। তার মধ্যে উল্লেখযোগ্য—ফিকহুস সিরাহ (অনুবাদ), আমাদের আকিদা (অনুবাদ), আরব্য রজনীর অজানা অধ্যায় (সম্পাদনা), ইলুমিনাতি (সম্পাদনা)-সহ আরও কিছু বই। দ্বীনপালনে অন্তরায় লেখকের প্রথম আধামৌলিক বই।