Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Maolana Selim Hossain Ajadi books

follower

মাওলানা সেলিম হোসাইন আজাদী

যেভাবে বেড়ে ওঠেন। মাওলানা সেলিম হোসাইন আজাদী মা জননী সেতারা বেগম এক আলোক শিশুর জন্মদান করেন। আদর করে তার নাম রাখা হয় সেলিম হোসাইন। ১৯৮৫-এর ১৩ অক্টোবর দিনটি বাবা মানিক তালুকদারের হৃদয়ে চিন্তার আজাদী এনে দিয়েছিল। সেলিম হোসাইন তাই মাওলানা খেতাব অর্জন করে মাধবপাশা, বাবুগঞ্জ এবং গোটা বরিশালকে ধর্মীয় আজাদীর সবক পড়ালেন। এভাবে তিনি হয়ে উঠলেন এক মানবপ্রেমিক, মনভোলানো বক্তা মাওলানা সেলিম হোসাইন আজাদী। মানুষকে মানবতা ও ধর্মীয় আজাদী শেখানোই তার জীবনের একমাত্র ব্রত। তার গ্রন্থগুলোর মধ্যে ইসলাম সর্বকালের শ্রেষ্ঠধর্ম কেন হলো (২০০৮), আল্লাহর দয়ার পরিচয় (২০১০), আলোকিত জীবনের পথ, কুরআনের আয়নায় নিজেকে জানা, কবর দেশের খবর নিয়ে যাও, রমজান প্রতিদিন, আল্লাহ প্রেমে জীবন যাপন, মুমিন হওয়ার ছবক, ঘুরে দেখা মুসলিম বিশ্ব (২০১৩) ইসলামে মায়ের প্রতি ভালোবাসা পাঠক হৃদয়ে ছোঁয়া দিয়েছে। তিনি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল ও কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স সম্পন্ন করেছেন। হালে ওয়াজ মাহফিল ও কোরআনের তাফসির করে মানব মনে ধর্মের চারা রোপণ করছেন। তার মন-মগজে মিশে আছে শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ঘ্রাণ। তিনি এ দেশের আকাশ মিডিয়ায় যতটা বিচরণ করছেন, প্রিন্ট মিডিয়ায়ও বিচরণ রয়েছে তার। মানবতার প্রেমকথা বলে যাচ্ছেন সরকারি-বেসরকারি টিভি চ্যানেলগুলোতে। দেশের শীর্ষ দৈনিকগুলোতেও লিখছেন। দুহাতে। তার বক্তৃতা ও গদ্যে বারবার উচ্চারিত হয় মা-মাটি ও ইসলাম। দেশ স্বাধীনতা এবং ইসলামের কথাই চিত্রায়িত হয় তার চিন্তায়। প্রতিভাবান হাসি-খুশি এ মানুষটি আল্লাহর ঘরের মেহমান সম্মানিত হাজীদের হজ করানোর জন্য প্রতিষ্ঠা করেছেন, এম. সেতারা টেড ইন্টারন্যাশনাল নামক একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ মুফাসসির সোসাইটি, যা বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত। প্রতিষ্ঠা করেছেন অনলাইন টিভি চ্যানেল ইসলামিক টিভি ২৪ ও অনলাইন পত্রিকা প্রথম আওয়াজ। প্রতিষ্ঠা করেছেন গবেষণামূলক প্রকাশনা সংস্থা 'মাটি'। মানুষের মাঝে ইসলাহী দাওয়াতের জন্য প্রতিষ্ঠা করেছেন আউলিয়া নগর খানকা যেখানে সাপ্তাহিক, তালিম ও জিকির, মাসিক ইসলাহী মাহফিল ও বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়। একাধিক শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও সেবা প্রতিষ্ঠানের মধ্যমনি তিনি। জীবন বদলের চাবিকাঠি গ্রন্থটি মাওলানা সেলিম হোসাইন আজাদীকে নতুন ধারার লেখক হিসেবে পরিচয় করিয়ে দেবে বলে আশা করছি । মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার বাবুগঞ্জ, বরিশাল।

মাওলানা সেলিম হোসাইন আজাদী এর বই সমূহ

(Showing 1 to 6 of 6 items)

Recently Viewed