Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

A.K.M Kabir Uddin books

follower

এ. কে. এম. কবির উদ্দীন

সমস্থ প্রশংসা মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি আমাদেরকে শ্রেষ্ঠ জাতি মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। বর্তমান কালে সৃষ্ট দেশ-বিদেশের অসংখ্য সাহিত্য সংগঠনসমূহের মধ্যে 'পাকনেত্র আন্তর্জাতিক সাহিত্য পরিষদ' আন্তর্জাতিক পর্যায়ে একটি অন্যতম সংগঠন। বিশ্বের অসংখ্য গুণিব্যক্তিগণের পদচারণে একটি আদর্শ সংগঠনে রূপ নিয়েছে। যা ইতোমধ্যেই বিভিন্ন গ্রন্থ প্রকাশ, জাতীয় ও আন্তর্জাতিক ভাবে গুণিজন সম্মাননা ও সাহিত্য সম্মেলন এবং বিশ্বে চলমান মহামারি করোনা ভাইরাস হতে সমগ্র জাতি মুক্তির লক্ষ্যে বিভিন্ন কার্য সম্পাদন করেই চলেছে। বিস্ময়কর কাজের মাধ্যমে সাহিত্য জগতে এক বিশাল মর্যাদার স্থান দখল করে আছে। সংগঠনটি প্রতিষ্ঠা করে আজ পর্যন্ত তার সাথে থাকতে পারায় আমি নিজে গর্বিত। অসংখ্য বীন, প্রবীণ এবং নিরলস সাহিত্য প্রেমীগণের নানান প্রতিকূলতা অতিক্রম করে অত্র সংগঠনটি বিশ্বের বুকে দাঁড় হয়ে আছে সু-উচ্চ শিখরে। যে সকল সাহিত্য প্রেমীগণের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অত্র সংগঠনটি পরিচালিত হচ্ছে, তাদের যৌথ প্রচেষ্টায় 'স্বপ্নছোঁয়া' কাব্যগ্রন্থটির প্রকাশ। বিশিষ্ট কবি ও সফল সংগঠকগণের অনুপম কিছু সৃষ্টির সমন্বয়ে 'স্বপ্নছোঁয়া' কাব্যগ্রন্থটি প্রকাশিত হলো। গ্রন্থটিতে অঙ্কিত হয়েছে প্রকৃতির অপরূপ দৃশ্য, স্থান পেয়েছে মা-মাটি ও মানুষের কথা। প্রতিভাবান গুণিজনদের শৈল্পিকতার ছোঁয়ায় প্রতিফলিত হয়েছে প্রেম, বিরহ, দেশ ও জাতির মমত্ববোধ, প্রকৃতির প্রতি গভীর ভালোবাসার অভাবনীয় সহানুভূতি এবং গর্জে উঠেছে অন্যায়ের বিরুদ্ধে তুমুল প্রতিবাদ। যা পাঠক হৃদয়কে সাড়া জাগাবে বলে আমি বিশ্বাস করি। সংকলনটিতে অনিচ্ছা সত্বেও যে কোন ধরনের ভুল হতে পারে। যদি আপনাদের কারো চোখে কোন ত্রুটি ধরা পরে, তাহলে আমাদেরকে জানালে পরবর্তী সংকলনে সংশোধনের চেষ্টা করবো, ইনশা-আল্লাহ। যারা অত্র সংগঠনটি পরিচালনার কাজে বিভিন্ন ভাবে জড়িত, তাঁদের অক্লান্ত কর্মের জন্য আমরা চির কৃতজ্ঞ। আশা করি এভাবেই সবাই পাশে থাকবেন। পরিশেষে 'স্বপ্নছোঁয়া' কাব্যগ্রন্থে কবিতা দিয়ে যারা অংশগ্রহণ করেছেন, যারা বিভিন্ন ভাবে সহযোগীতা করেছেন ও যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন সকলের উজ্জল ভবিষ্যত কামনা করছি। -বিনীত এ.কে.এম কবির উদ্দীন প্রতিষ্ঠাতা সভাপতি পাকনেত্র আন্তর্জাতিক সাহিত্য পরিষদ (পাআসাপ)

এ. কে. এম. কবির উদ্দীন এর বই সমূহ

(Showing 1 to 3 of 3 items)

Recently Viewed