প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
বিনয় কুমার দে
বিনয় কুমার দে ১৯৬৯ সালে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলাধীন বাগসাকুয়া (বাঁশকাবু) গ্রামে জন্মগ্রহণ করেন। গ্রামের অনতিদূরে মহলাল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী শেষে নিজ উপজেলার রাজনগর পোর্টিয়াস উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর মৌলভীবাজার সরকারি কলেজ থেকে আইএসসি ও বিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিলেট এমসি কলেজ থেকে দর্শন শাস্ত্রে এমএ এবং কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজ থেকে ব্যাচেলর অব এডুকেশন ডিগ্রি অর্জন করেন। নিজ উপজেলা রাজনগরের শহীদ সুদর্শন উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত হন ১৯৮৯ সালে। বর্তমানে নিজ জেলা মৌলভীবাজার এর সদর উপজেলার দুঘর শ্রীমতি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্বে কর্মরত। ব্যক্তিজীবনে তিনি প্রচারবিমুখ, নির্মোহ ও কর্মচঞ্চল। তাঁর ভাবনার অন্তরালে যে কবিসত্তা তা নানা ব্যঞ্জনায় বাঙময় করে তুলেছে এ কাব্যগ্রন্থের প্রতিটি কবিতাকে।