প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
মোহাম্মাদ সদরুল আমিন (সিডিসিএস)
জন্ম কুমিল্লা জেলার ‘মনোহরগঞ্জ’ উপজেলায়। শিক্ষা জীবনে ‘কুমিল্লা শিক্ষা বোর্ড’ থেকে এসএসসি ও এইচএসসি-তে প্রথম শ্রেণী, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ থেকে ‘ফিন্যান্স’ বিভাগে বিবিএ (অনার্স) এবং ‘ ফিন্যান্স এন্ড ব্যাংকিং’ বিভাগে এমবিএ প্রথম শ্রেণী অর্জন করেন। পেশাগত জীবনে ‘দি লন্ডন ইন্সটিটিউট অব ব্যাংকিং এন্ড ফাই-ন্যান্স’ (LIBF) থেকে CDCS, ‘দি ইন্সটিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ’ (LBB) থেকে DAIBB এবং ‘ ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিসার্স একাডেমী’ (IBTRA)থেকে DIB কৃতিত্বের সহিত্য সম্পন্ন করেন। দৈনিক ইত্তেফাক, ইনকিলাব, কালের কণ্ঠ, সমকাল, যুগান্তর, নয়াদিগন্ত, সংগ্রাম ও বাংলাদেশ প্রতিদিনসহ বিভিন্ন পত্র-পত্রিকায় অর্থনীতি ও ব্যাংকিংসহ বিভিন্ন বিষয়ের উপর তার লেখা প্রকাশত হয়েছে।