প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
মনোয়ার হোসেন
জন্ম থেকে বেড়ে ওঠা পুরনো ঢাকায়। ছোট বেলায় বাংলাদেশ শিশু একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকা শিশুতে লেখালেখি দিয়ে শুরু। সমুদ্রগামী জাহাজে চাকরিসূত্রে নিজেকে “ভাসমান নাগরিক” পরিচয় দিতে ভালোবাসেন। চট্টগ্রামের বাংলাদেশ মেরিন একাডেমির ২৫তম ব্যাচের ছাত্র। চাকরি সূত্রে পৃথিবীর প্রায় সব দেশ ভ্রমণ তার জীবনে অন্যতম অভিজ্ঞতার অধ্যায়। ছোটবেলায় মূলত কবিতা লেখা দিয়ে শুরু করলেও গল্প/উপন্যাস লিখতে ভালোবাসেন সমানভাবেই। গল্পে মানব মনের জটিল মনোজগত নিয়ে ভাবতে ও লিখতে ভালোবাসেন। ২০২০ সনের বইমেলা উপলক্ষ্যে তার বড় গল্প “সুন্দরবনের ঘোড়া মাজেদ” ঐতিহ্য-রোদ্দুর সেরা পাণ্ডুলিপি পুরষ্কারপ্রাপ্ত হয়ে বই আকারে এসেছিল। ছোট বেলা থেকে লেখালেখির সাথে খেলাধুলার সাথেও যুক্ত ছিলেন। প্রতিটি খেলায়ই শ্রেষ্ঠত্বের পদক পেয়েছেন। দাবা, টেবিল টেনিস এবং হকি লিগে খেলেছেন। সাইক্লিং ফেডারেশন আয়োজিত সাইক্লিং প্রতিযোগিতায় পদক পেয়েছেন। মেরিন একাডেমির সেরা ম্যারাথন রানার ছিলেন। ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল এবং ফুটবলেও সমান পারদর্শী ছিলেন। দেশকে ভালোবাসেন। বিদেশের উন্নত জীবন আর সম্মানজনক চাকরির সুযোগ পেয়েও প্রত্যাখান করে দেশেই থেকে গেছেন। ঢাকার ধানমন্ডিতে স্ত্রী, এক ছেলে আর এক মেয়ে নিয়ে বসবাস করছেন। সেরা ম্যারাথন রানার ছিলেন। ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল এবং ব্যাডমিন্টনেও সমান পারদর্শী ছিলেন। দেশকে ভালোবাসেন। বিদেশের উন্নত জীবন আর সম্মানজনক চাকরির সুযোগ পেয়েও প্রত্যাখান করে দেশেই থেকে গেছেন। ঢাকার ধানমণ্ডিতে স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে নিয়ে বসবাস করছেন।