প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
কবি মোঃ আলমগীর
কবি ও সাহিত্যিক মো. আলমগীর ২রা জানুয়ারি ১৯৯৬ সালে চট্টগ্রাম জেলার লোহাগাড়ার মাইজবিলা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা দলিলুর রহমান ও মাতা নুর বানু। তিনি এ সময়ের তরুণ, সদা জাগ্রত, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কবি। ছোটোবেলা থেকেই বাংলা ছন্দ ও গল্প-উপন্যাস খুব পছন্দ করতেন। মক্তবে সর্বপ্রথম কোরআন শিক্ষার পর মাদরাসায় লেখাপড়া শুরু করেন। ছোটোবেলা থেকেই সাহিত্যানুরাগী। প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পাশাপাশি কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, গজল প্রভৃতি লেখালেখি করতে পছন্দ করেন। ইতোমধ্যে কবি মো. আলমগীর-এর বেশকিছু। গ্রন্থ প্রকাশ হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য 'ছন্দ শিক্ষার বই', 'ছন্দের অস্তিত্ব', 'ছন্দের রূপ-যৌবন'। বইগুলো বাংলা-কবিতা লেখার নানান নিয়ম নিয়ে লিখেছেন। 'ইসলামে মাতা-পিতার অধিকার' তার চতুর্থ এককগ্রন্থ। 'জান্নাতি পরিবার' তার প্রথম ইসলামিক উপন্যাস। এর বাইরেও সম্পাদিত একাধিক বই রয়েছে। কবি আলমগীর শুধু কবি নন, তিনি একজন দক্ষ সংগঠকও বটে। 'আন্তর্জাতিক কবি সাহিত্য পরিষদ'-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে কাজ করছেন। এছাড়া একাধিক সাহিত্য পরিষদে ছন্দ-শিক্ষা কার্যক্রম পরিচা- লনা করেন। সাহিত্যের প্রতি নিরলস ও উদ্যোমী এই কবির আশা- দক্ষ কবি তৈরি করা এবং প্রচলিত ছন্দের সাথে আরও নতুন ছন্দ আবিষ্কার করা।