প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
আফিয়া খোন্দকার আপ্পিতা
বিজ্ঞলোকেদের এই লেখক জগতে সদ্য পা রাখা লেখিকার নাম আফিয়া খোন্দকার আপ্পিতা। জন্ম একবিংশ শতাব্দীর প্রারম্ভে, সম্ভ্রান্ত খোন্দকার বংশে। পিতা মোসলেহ উদ্দিন খোন্দকার। মাতা তাহমিনা আক্তার। পৈত্রিক নিবাস-মির্জাপুর। সাহিত্যের প্রতি প্রবল আগ্রহ ছিল ছোটোবেলা থেকেই। বইয়ের প্রতি নেশাটা লেখাখিলিখিতে রূপ নিয়েছে কৈশোরের সমাপ্তে এসে। বাস্তবতা এবং কল্পনার সংমিশ্রণে ভেতরকার শব্দগুলোকে গল্পাকারে রূপ দিতে থাকেন শ্রেণি পাঠের পাশাপাশি। ২০২১ সালে তার প্রথম সৃষ্ট গল্প বইয়ের পাতায় ঠাঁই পেয়েছে। রোমান্টিক থ্রিলার জনরায় লেখা এই বইয়ের নাম 'তারা ছয়জন'। দ্বিতীয় রচনা 'সরোবরে পুষ্প ভাসে' গল্পসংকলন লেখিকার অভিজ্ঞার প্রতিলিপি।