প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
মোহাম্মদ কায়েস
মোহাম্মদ কায়েস ১৯৯২ সালের মার্চ মাসের ৫ তারিখ সন্দ্বীপ, চট্টগ্রামে জন্মগ্রহণ করেন । চট্টগ্রামের বিসিএসআইআর ল্যাবরেটরি উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে পরবর্তীতে তিনি সিটি ইউনিভার্সিটি (ঢাকা, বাংলাদেশ) থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর উপর স্নাতক সম্পন্ন করেন । ডংহুয়া বিশ্ববিদ্যালয়ে (Donghua University, Shanghai, China) টেক্সাইল ইঞ্জিনিয়ারিং এর উপর মাস্টার্সে পড়াকালীন সময় তিনি ‘phosphorylated nano-cellulose and it’s applications’ এর উপর গবেষণায়রত ছিলেন । বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের North Carolina State University’তে পিএইচডিতে অধ্যায়নরত আছেন । তাঁর গবেষণার বিষয় Crystallization mechanism, mineralization, biomimicry, ইত্যাদি । গবেষণার পাশাপাশি তিনি ডংহুয়া বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালিত ‘I-teach program’ এর সাথে তিন বছরের বেশী সময় ধরে জড়িত ছিলেন । এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হল চীনা শিশুকিশোরদের মাঝে ভিনদেশের সাহিত্য-সংস্কৃতির পরিচয় তুলে ধরা ।