প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
ব্রাত্য রাইসু
ছবি: হৃদয় অনির্বাণ, ২০১০ সিএনজিতে, গ্রাফিক স্ক্যানে, যাইতে যাইতে.. ১৯৮২ সালে, ক্লাস এইটে পড়ার সময় কার্টুন আঁইকা পাঠাইছিলাম আঙুল পত্রিকায়। তাতে কার্টুনিস্ট আহসান হাবীব ভাইয়ের সঙ্গে পরিচয় হইল। উনি কার্টুন পত্রিকায় লেখার ব্যবস্থা কইরা দেন, ১৯৮৬ সালে। নগর ভবনের কাছের লাইব্রেরিতে গিয়া বসতাম সকালে, দুপুর নাগাদ পুরানা পল্টনের কার্টন অফিসে গিয়া লেখা জমা দিলে সম্পাদক ৫০ টাকা নগদ ধরাইয়া দিতেন। আহসান ভাই একদিন বললেন যে টাকা নাকি কম। দেয় আমারে। শুইনা লেখা অফ কইরা দিলাম । ১৯৮৬ তে ‘চিন্তন’ নামে একটা নাট্যদলে কিছুদিন কাজ করি। ১৯৮৮ সালে আবদুল মান্নান সৈয়দ শিল্পতরুতে প্রথম কবিতা ছাপেন। প্রথম নিয়মিত কাজ করি সময় পত্রিকায়, প্রুফ রিডার হিসাবে। পরে ১৯৯৩ সালে বাংলাবাজার পত্রিকার সাহিত্য পাতায় নাসরীন জাহান ও নির্মলেন্দু গুণের সহকারী হই। ১৯৯৯ সালে প্রথম আলােয় সহকারি। সাহিত্য সম্পাদক হিসেবে চাকরি করি। ২০০৪ সালে। যায়যায়দিনে চাকরি । ২০০৭ সালে একুশে টিভিতে। আগস্ট ২০০৭ থিকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এ চাকরিস্থিতি চলছে। প্রকাশিত কবিতার বই: আকাশে কালিদাসের লগে মেগ দেখতেছি। (২০০১)। ফেসবুকে নােট লিখি। অল্প অভিনয় করি। এই আমার পরিচয়। অন্য কোথাও অন্য ভাবে লিখব।