প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
ড. মনসুর আলম খান
ড. মো. মনছুর আলম পাবনা জেলার সাঁথিয়া উপজেলার বাসিন্দা। তিনি কলেজ জীবন থেকে লেখালেখি শুরু করেন। বর্তমানে পেশা অধ্যাপনা, নেশা লেখালেখি, গবেষণা, বিতার্কিক তৈরী ও কবিতা আবৃত্তি। প্রথম প্রকাশিত গ্রন্থ ' পারস্য এবং মধ্য এশিয়ার মুসলমানদের ইতিহাস (১৩০০-১৮০০খ্রি.)' জেড হক প্রকাশনি ঢাকা, কব্যগ্রন্থ " শুন্যে শুন্যে চার", রূপম প্রকাশনি পাবনা, "তিনে প্রশ্ন" মহীয়সী প্রকাশনি, পাবনা, " ইছামতি নদীর পূর্বাপর, গতিাধারা ঢাকা, ২য় সংস্করণ বইপত্র ঢাকা। এ বছর আরো দুটি গবেষণা মূলক বই বের হবে। এছাড়া তাঁর প্রবন্ধ নিবন্ধ, সাহিত্য আলোচনা, কলাম, ছোটগল্প, কবিতা, গান স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত হচ্ছে। তিনি পাবনা সাহিত্য ও বিতর্ক ক্লাব এর সভাপতিসহ প্রায় দেড় ডজন সাহিত্য ও সামাজিক সংগঠনের সাথে জড়িত।