প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আব্দুল গনি মিয়া
আব্দুল গনি মিয়া ১৯৬৫ সালের ১৫ অক্টোবর ঢাকার ৫৩/১ করাতিটোলায় জন্মগ্রহণ করেন। পিতা: মরহুম আব্দুর রাজ্জাক, মাতা: : মৃত মোছাম্মৎ আমেনা খাতুন। তাঁর শৈশব ও কৈশোর ঢাকায় অতিবাহিত হয়। বর্তমান ও স্থায়ী ঠিকানা ৫৩/১ বি-করাতিটোলা, সায়েদাবাদ, ঢাকা-১২০৪। তিনি ছাত্রজীবন থেকেই কবিতা লেখা, বইপড়া, সংস্কৃতি চর্চার প্রতি আকৃষ্ট হন। আব্দুল গনি মিয়া বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী নিবেদিতপ্রাণ কবি ও সংগঠক হিসেবে সুপরিচিত। তিনি দেশ বিদেশে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামের উদ্যোক্তা, পৃষ্ঠপোষক ও কর্মী হিসেবে অগ্রণী ভূমিকা পালন করেন। তাঁর উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় অসংখ্য কবিতা উৎসব ও আলোচনা অনুষ্ঠান উদ্যাপিত হয়। তিনি বঙ্গবন্ধু জন্মশতবর্ষ আন্তর্জাতিক পর্ষদের সমন্বয়কের দায়িত্বে নিয়োজিত আছেন। তিনি বঙ্গবন্ধু আন্তর্জাতিক কবিতা আন্দোলন (BIPM)- এর একজন নিবেদিতপ্রাণ কর্মী। এছাড়াও তিনি সভাপতি: করাতিটোলা তরুণ সংসদ, সভাপতি: শিখরী নটন সম্প্রদায়, আহ্বায়ক বঙ্গবন্ধু কবিতা উৎসব উদ্যাপন পরিষদ, সহ-সভাপতি বঙ্গবন্ধু যুব পরিষদ (কেন্দ্রীয় কমিটি)। মহাসচিব বিশ্ব কবিতা আন্দোলন (বি.ক.আ)। মহাসচিব বিশ্ব বাঙালি মহাসভা। সহ- সম্পাদক: শেখ রাসেল ক্রীড়া চক্র (প্রতিষ্ঠাতা)। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান করাতিটোলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি.। আজীবন সদস্য: কবি মো. ওয়াহিদুজ্জামান লাইব্রেরি ও শিক্ষা ভুবন। সহকারী সম্পাদক: মাসিক কবিতা, দূত, নয়া দুনিয়া, দাবানল। (সাহিত্য সংকলন)। আব্দুল গনি মিয়ার পেশা ব্যবসা। শখ ভ্রমণ, বই পড়া ও কবিতা লেখা।