প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
প্রফেসর আবদুল মান্নান
প্রফেসর আবদুল মান্নান পেশায় শিক্ষক ও গবেষক। বর্তমানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯৬ সালের নভেম্বর হতে ২০০১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন। একজন রাজনীতি সচেতন ব্যক্তি হিসেবে তিনি নিরন্তর বাংলাদেশ ও বিশ্ব-রাজনীতির গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করার চেষ্টা করেন। দেশের প্রথম সারির পত্র-পত্রিকায় প্রফেসর মান্নান নিয়মিত বিশ্লেষণধর্মী প্রবন্ধ লিখে পাঠকনন্দিত হয়েছেন। টেলিভিশন চ্যানেলগুলােতে আলােচনা এবং টকশাে অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করার ফলে সচেতন মহলে তিনি একটি পরিচিত প্রিয়মুখ । শিক্ষাক্ষেত্রে অনন্য অবদানের জন্য দেশে ও দেশের বাইরে একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন। সম্প্রতি ভারতের ‘ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনােলজি, মেঘালয় কর্তৃক সম্মানসূচক ডি-লিট ডিগ্রিতে ভূষিত হয়েছেন। দেশে-বিদেশে তার পঞ্চাশটিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। বাংলাদেশের রাজনীতির গতিপ্রকৃতি প্রফেসর আবদুল মান্নানের ১২তম গ্রন্থ।