প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
আব্দুল্লাহ আল মামুন
বরগুনা জেলার, পাথরঘাটা থানার, হােগলাপাশা গ্রামের দঃ জ্ঞানপাড়ায় তার জন্ম। ১৯৯৯ ইং সনের ১০ ই মে মধ্যবিত্ত এক পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ছােটবেলা থেকেই লেখালেখির প্রতি ছিল অধিক। আগ্রহ। ইচ্ছে ছিল সাহিত্য জগতে অন্যদের মত নিজেকেও গড়ে উঠানাে। অন্ধকারে আবৃত থাকা পাথরের দেয়ালকে চূর্ণবিচূর্ণ করে এক নতুন সকালের প্রদীপ জ্বলাবেন ধরাধামে। অসহায় অনাহরে রাস্তায় পরে থাকা মানুষগুলাের অন্তরে এক চিলতে দেদীপ্যমান আলাের ফোয়ারা জ্বালিয়ে। তুলবেন এটাই ছিল তার দৃঢ় প্রতিজ্ঞা! কলমের কালি যেন বৃথা না যায়, মিথ্যের মায়াজালের কপাট ভেদ করে সত্যের বাণী দূর-দেশান্তরে পৌঁছে দেয়ার। জন্যই এই সাহিত্য জগতে পদার্পণ করেন তিনি। ইনশাআল্লাহ কলমের কালির নূর জ্বলে উঠুক অন্ধকারে আবৃত থাকা মানুষগুলাের অন্তরে... শিক্ষাগত যােগ্যতা:- কোরআনের হফেজ এবং দাওরায়ে হাদীস (মাস্টার্স) সমাপন করেছেন ঢাকা মিরপুরের আরবি বিশ্ববিদ্যালয় (মাদরাসা) থেকে। তিনি 'মাসিক নকীব' এর সদস্য ও লেখক হিসেবে। দায়িত্ব রত আছেন এবং 'মাসিক মুনাদী' পত্রিকার। সম্পাদনার দায়িত্বে আছেন। তাছাড়া মাসিক নকীবের জানুয়ারি ২১ সংখ্যায় লেখক হিসেবে শ্রেষ্ঠ সম্মাননা পদক লাভ করেন।