Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Abul Kalam Azad (army Officer) books

follower

আবুল কালাম আজাদ (সেনা কর্মকর্তা)

আবুল কালাম আজাদ ১৯৬৩ সালে বরিশাল জেলার অন্তর্গত বানারীপাড়া থানার ইলুহার গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা- মরহুম আলী আজিম আকন, ছিলেন একজন। সরকারী চাকুরীজীবী। মাতা- বেগম আছিয়া খানম, একজন আদর্শ গৃহিণী। স্বভাবগতভাবে তিনি গৃহকর্মের পাশাপাশি অনেক কবিতা। লিখেছেন এবং আবৃত্তিও করেন। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের দামামা ও। রাজাকার আলবদরদের বর্বর কর্মকান্ড এবং পাক হানাদার বাহিনীর ঘৃণিত ও নৃশংস অত্যাচার, নিপীড়ন, নির্যাতন কোমলমতি কবির শিশুহৃদয় চরমভাবে ব্যথিত ও প্রভাবিত করে। যুদ্ধবিদ্ধস্ত বাংলার করুণ দৃশ্য ও ভস্মীভূত বিভিষিকা আর সেই সংগ্রাম থেকেই শিশু কবিকে অস্ত্র হাতে একজন সংগ্রামী ও সফল যােদ্ধা হতে ভীষণভাবে উৎসাহিত ও অনুপ্রাণিত করে। তারই ধারাবাহিকতায় কবি ১৯৮৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যােগদান করে সুদীর্ঘ ৩০ বছর অত্যন্ত সফলতা ও সুনামের সাথে অতিবাহিত করেন। কবি আবুল কালাম আজাদ তিন সন্তানের জনক এবং স্ত্রী এ্যাডভােকেট রাবেয়া সুলতানা ঢাকা জজকোর্টের একজন সফল সদস্য। মূলত ছােটবেলা থেকেই আবৃত্তি ও কবিতা লেখার প্রতি ভীষণভাবে অনুরাগী। তপ্ত ছােয়া নিও’ কবির প্রথম কাব্যগ্রন্থ । জীবন থেকে নেয়া ও জীবনের কথা আর হৃদয় নিংড়ানাে হৃদয়ের নির্যাসই ‘তপ্ত ছােয়া নিও’ কাব্যগ্রন্থকে অলঙ্কৃত করেছে। আশা করি কাব্যগ্রন্থটি কবিতানুরাগীদের হৃদয়ের খােরাক যােগাতে সক্ষম হবে।

আবুল কালাম আজাদ (সেনা কর্মকর্তা) এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed