প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
সৈয়দা ডালিয়া
সৈয়দা ডালিয়ার জন্ম ১ ভাদ্র, মাদারবাড়িতে। লেখাপড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে। সবুজাভ ক্যাম্পাসের সোনালু-জারুল তাকে বিমোহিত করেছে বরাবরই। ভালোবাসে প্রকৃতি, ভালোবাসে দেশ ও মানুষ। তাঁর লেখায় ঘুরে ফিরে আসে এসব অনুষঙ্গ। এমিল জোলার সাথে বন্ধু পল সেজানের কথোপকথনের মতই আমার আর ওর কথা হতো যেনো বা। চারুকলায় ভর্তি হবার পর আঁকার সুবিধার জন্য বাবা ওকে ফ্ল্যাশলাইটের ব্যবস্থা করেছিলেন। আঁকাআঁকিতে মগ্ন থাকাকালীন ফলও কেটে দিতেন খাবার জন্য। শৈশবে পড়তে বসে খাতার কোণে ছবি আঁকতো। তখন থেকেই বুঝি শিল্পীসত্ত্বাটা জেগে উঠেছে। তাঁর আরেকটা দিকও উম্মোচিত হয়েছে ধীরে ধীরে ‘কবিসত্ত্বা’। ডালিয়ার লেখা বেশির ভাগ কবিতা শৈলী টিভি অনলাইনে ও দৈনিক আজাদীতে নিয়মিত ছাপা হয়। বিশিষ্ট কবি ও সাংবাদিক রাশেদ রউফ ভাইয়া প্রথম অটোগ্রাফ দিয়েই ওকে ‘কবি’ স্বীকৃতি দেন। বই বের করতেও উৎসাহিত করেন। আমি তাকে প্রথম বই প্রকাশ করার জন্য অভিনন্দন জানাই ও তাঁর লেখালেখি জীবনের উত্তরোত্তর সফলতা কামনা করি।