প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মুহম্মদ আবু সুফিয়ান
কৰি মুহম্মদ আবু সুফিয়ান ১ মার্চ ১৯৮৮ খ্রি. বগুড়া জেলার শাজাহানপুর উপজেলাধীন। বিরিকুল্যা গ্রামে জন্মগ্রহণ করেন। মাতা মােছা. খােশবাহার বেগম, পিতা মরহুম আব্দুল খালেক। লেখাপড়ার হাতেখড়ি মায়ের 'নিবিড় তত্ত্বাবধানে। ২০০৩ খ্রি. স্থানীয় ঘাষিড়া এহ ইয়া উল উলুম দাখিল মাদ্রাসা থেকে দাখিল, ২০০৫ খ্রি. সাজাপুর ফুলতলা আহমদিয়া সিনিয়র ফাযিল (ডিগ্রী) মাদরাসা থেকে আলিম, ২০০৭ খ্রি. একই প্রতিষ্ঠান থেকে ফাযিল, ২০০৮ খ্রি. ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার অধীনে ফাযিল বিএ (স্পেশাল), ২০০৯ খ্রি একই বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল এমএ, ২০০৯ খ্রি. এমআইটি, বগুড়া থেকে ডিপ্লোমা-ইন-কম্পিউটার সাইন্স 'এন্ড টেকনােলজি, ২০০৯ খ্রি. সরকারি। আজিজুল হক কলেজ, বগুড়া থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান), ২০১০ খ্রি.। 'একই কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর, ২০১১ খ্রি. নেকটার, বগুড়া থেকে কম্পিউটার এপ্লিকেশন কোর্স, ২০১৩ খ্রি. বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে বিএড ডিগ্রী অর্জন করেন। অনেক শিক্ষক নিবন্ধন পরীক্ষাতেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। বিভিন্ন পত্রিকা ও সাময়িকীতে অসংখ্য কবিতা, প্রবন্ধ প্রকাশিত হয়েছে। “বিবর্ণ পাণ্ডুলিপি তার প্রথম কাব্যগ্রন্থ। মনােবিকার মূলক চেতনার আদলে 'গড়া কাব্যগুলাে সকল কাব্য প্রেমিকের হৃদয় জয় করবে বলে আমার বিশ্বাস। বর্তমানে । তিনি কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ, বগুড়ায় বাংলা ভাষা ও সাহিত্যে শিক্ষকতার পাশাপাশি সরকারি আজিজুল হক কলেজে ইংরেজি ভাষা ও সাহিত্যে ইলেকটিভ ইংলিশ 'ও বগুড়া আইন কলেজে এলএলবি শেষবর্ষে অধ্যয়ন করছেন।