প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আব্দুস সাত্তার
কবি, প্রাবন্ধিক, গবেষক, ভাষাবিদ, অনুবাদক, স্মৃতিকথক, সম্পাদক, শিশুতােষ সাহিত্যরচয়িতা মরহুম আবদুস সাত্তার ১৯২৭ সালে ২০ জানুয়ারী টাঙ্গাইল জেলার গােলরা গ্রামের এক সম্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকাশিত গ্রন্থ সংখ্যা শতস্পর্শী। ১৯৪৩ সালে দৈনিক আজাদ' পত্রিকার মুকুলের মহফিলে’-র পাতায় প্রথম ছড়া প্রকাশিত হয়। ১৯৪৬-এ ‘মাসিক মােহাম্মদী’তে প্রথম কবিতা। এরপর থেকে লেখায় বিরাম পড়েনি । নিজের সম্পর্কে তিনি লিখেছেন, “...আমাকে কিছু না কিছু লিখতেই হবে। লেখা আমার অস্থিমজ্জার সঙ্গে জড়িত। আমিই লেখা” ১৯৫৯ সালে প্রকাশিত হয় প্রথম কাব্যগ্রন্থ ‘বৃষ্টিমুখর। তারপর আরও অনেকগুলাে। ১৯৬৬ সালে প্রকাশিত হয় আদিবাসীদের নিয়ে গবেষণাগ্রন্থ আরণ্য জনপদে। বাংলাদেশের উপজাতিদের নিয়ে লেখা এটিই একমাত্র পূর্ণাঙ্গ গ্রন্থটি সম্পর্কে University of Malbourne, Australia-97 Acting Chairman, Dept: of Indian Studies এক পত্রে লিখেন, Dear Mr. Abdus Sattar, ...I have read your book in English with great Interest and have been impressed by your detailed and first hand account of tribal peoples... Yours sincerely Jahn M. Dunham Oct : 29.1979 পরিবারে প্রধান মরহুম মৌলবী আবদুস সােবহান ও মরহুমা সাবির উন-নেসা তার পিতা-মাতা। স্ত্রী : বেগম ফাতেমা জোহরা, তিন পুত্র ও দুই কন্যার জনক আবদুস সাত্তার ২০০০ সালের ১ মার্চ বার্ধক্যজনিত রােগে মৃত্যবরণ করেন।