প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মুক্তিযোদ্ধা শহীদুল আলম
মুক্তিযােদ্ধা, কবি ও সাংবাদিক শহীদুল আলমের জন্ম ১৯৫২ সালে; ঢাকার কেরানিগঞ্জ থানার কলাতিয়ার মিঠাপুর গ্রামে। পিতা মরহুম শামসুদ্দিন খান ছিলেন ব্রিটিশবিরােধী আন্দোলনের সক্রিয় কর্মী। ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে-সাতকোত্তর এবং হাঙ্গেরির বুদাপেস্ট থেকে সাংবাদিকতায় ডিপ্লোমা। দৈনিক সংবাদ-এ সহকারী সম্পাদক হিসেবে কর্মজীবন শুরু। ছিলেন সাপ্তাহিক দৃশ্যপট-এর ভারপ্রাপ্ত সম্পাদক। এছাড়া বিভিন্ন জাতীয় দৈনিকে লিখেছেন কলাম। সম্পাদনা করেছেন অক্ষর, একুশ, বিবর্তন, পলাশ, মুখ, স্বরসহ বিভিন্ন ছােটকাগজ। স্বাধীনতা-উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সাহিত্য সংগঠন ‘স্বগত’র প্রতিষ্ঠাতা সম্পাদক; ‘স্বর নাট্যচক্র’র প্রতিষ্ঠাতা সম্পাদক ও চলচ্চিত্র সংসদ ‘উত্তরণ'-এর কেন্দ্রীয় সম্পাদক ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের একজন সংগঠক ও গেরিলা যােদ্ধা। ছিলেন। তাঁর নেতৃত্বে ঢাকার বহু বামপন্থী ছাত্র-জনতা মুক্তিযুদ্ধে অংশ নেন। অসীম সাহসী এ যােদ্ধা জীবনের ঝুঁকি নিয়ে সচিবালয় থেকে একটি সাইক্লোস্টাইল। মেশিন নবাবগঞ্জের পল্লীতে নিয়ে যান এবং মুক্তিযুদ্ধের সংবাদ প্রচারের জন্য স্বাধীনতা নামে একটি সাপ্তাহিক পত্রিকা সম্পাদনা করেন। সাংবাদিক হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন শারীরিক অসুস্থতার কারণে নিভৃতচারী হলেও বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িয়ে আছেন।