Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Journalist Jakir Hossain books

follower

সাংবাদিক জাকির হোসেন

জাকির হােসেন পেশায় সাংবাদিক, অঙ্গীকারে লেখক। দীর্ঘ দুই দশকেরও অধিক সময় ধরে তিনি দেশি-বিদেশি বিভিন্ন জনপ্রিয় পত্রিকায় কলাম, নিবন্ধ ও প্রবন্ধ লিখছেন।। রাজনীতি তাঁর প্রিয় বিষয়। ছাত্রজীবন থেকেই তিনি প্রগতিশীল রাজনীতির সঙ্গে যুক্ত হন, একাত্ম হন মেহনতী জনতার সাথে লড়াইয়ে শামিল হন সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে। পতিত সামরিক স্বৈরাচারী এরশাদ বিরােধী আন্দোলনে তিনি সক্রিয়। ভূমিকা পালন করেন। রাজনীতির পাশাপাশি তিনি সাহিত্য ও সংস্কৃতি বিষয়েও নিয়মিত লিখছেন। তিনি যখন সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে লেখেন তখনও রাজনীতিকে ছেড়ে থাকেন না, তার সব লেখাতেই থাকে রাজনীতি, থাকে মানুষের অধিকার ও সুযােগের সাম্য প্রতিষ্ঠার কথা, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের কথা। সমাজ পরিবর্তনের প্রয়ােজনীয়তার কথা তার প্রত্যেক লেখার মধ্যে যেমন রয়েছে, তেমনি রয়েছে সমষ্টিগত উপস্থাপনার মধ্যেও। তিনি যে বিষয়েই লেখেন না কেন তাতে আদর্শিক বিবেচনাকে কখনই। উপেক্ষা করেন না। তাঁর লেখা এবং বক্তব্য যেমন গভীর, তেমনি উপস্থাপনা প্রীতিপদ। সত্তর দশকের অস্থির সময়ের রাজনীতি বিষয়ে অনুসন্ধানী ও গবেষণাধর্মী প্রতিবেদনের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা ও খ্যাতি অর্জন করেন। গবেষণা করছেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং বাংলাদেশে সামরিক জান্তাদের উত্থান পতন ও ষড়যন্ত্রের রাজনীতি নিয়ে। কিংবদন্তি তল্য সাংবাদিক ফয়েজ আহমদের ভাবশিষ্য তিনি। বিবিসিখ্যাত সাংবাদিক আতাউস সামাদের। বিশেষ সহযােগী হিসেবে কাজ করেছেন প্রায় এক দশক । জাকির হােসেনের জন্ম ১৯৭২ সালের ২৪ সেপ্টেম্বর পাবনা। জেলার নাটিয়াবাড়ী গ্রামে। পিতা: মাে. মােকছেদ আলী, মাতা: মােছা. সুফিয়া খাতুন। লেখাপড়া করেছেন অর্থনীতি এবং হিউম্যান রাইটস্ বিষয়ে। শিক্ষাজীবন কেটেছে পাবনা, রাজশাহী ও ঢাকায়। ইতিপূর্বে প্রকাশিত তাঁর বইয়ের মধ্যে রয়েছে, একুশের কবিতা সংকলন এবং আতাউস সামাদ: জীবনে ও পেশায়।

সাংবাদিক জাকির হোসেন এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed