প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
ছাব্বির হোসেন
ছাব্বির হােসেন সাব্বির হােসেন। জন্ম ২৯ সেপ্টেম্বর, নাইখংছড়ি। গ্রামের বাড়ি কুমিল্লা। বাবা সরকারী চাকরিজীবি। মা গৃহিনী। বাবার চাকরির জন্য দেশের অনেক জায়গায় ঘুরা হয়। অনেক ভালাে ভালাে স্কুল ও কলেজেপড়াশুনার সুযােগ হয় ছােট থেকেই মেধাবী ছিলাম। পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তিপাই। ৬ষ্ট শ্রেণীতে উঠে, ঢাকায় আসা হয়। এখানে এসে ভর্তি হই ঢাকার সুনাম ধন্য প্রতিষ্ঠান বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজে। যেটি ঢাকার বিজিবি সদর দপ্তর, পিলখানায় অবস্থিত। এখান থেকে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পাই। আর উচ্চ মাধ্যমিকে জিপিএ-৪.৭৫ পেয়ে। পাসকরে বের হই। বর্তমানে একটি সুনামধন্য ভার্সিটিতে বাণিজ্য বিভাগে অধ্যয়নরত রয়েছি। ছােট থেকেই গল্প আর উপন্যাসের বই পরতাম। কিন্তু ৯ম শ্রেণীতে উঠার পর থেকে নিজেই গল্প আর কবিতা লিখা শুরু করি। আর আমার লিখার পিছনেসবচেয়ে বেশি স্পৃহা জাগিয়েছে আমার বন্ধু আর আমার এই স্বপ্নটাকে বাস্তবে রুপ দিতে সহায়তা করেছে আমার আম্মু। তাই আম্মুর প্রতি রইলাে আমার অনেক ভালােবাসা।।