প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মীর হাবীব আল মানজুর
মীর হাবীব আল মানজুরের জন্ম ঢাকাতেই, উনিশশো নিরাননব্বই সালে। মায়ের গড়া লাইব্রেরী দেখেছেন বুঝ হবার পরেই। সেই বই আর নিজস্ব পাঠ জমায়ে তুলতেই এক সময় টের পেলেন, কবিতায় আগ্রহ। আগ্রহটা বেড়ে গেল, বাবার মউতের পরে। মউতকে সামাল দেয়ার সাথে কিশোরকালের আগ্রহের জায়গাগুলা কোনো এক সেন্টারের দিকে ধাবিত হয়। পরে কবিতা লেখা শুরু করেন মানজুর, আর তাতে পলিটিক্স, কালচার, হিস্ট্রি, পাওয়ার, ধর্মের নানান হিসহিসে ইঙ্গিত আমরা পাই। মানজুর একাডেমিকভাবে আল্লাহর কালাম মুখস্ত করেছেন, হাফেজ হয়েছেন। কওমী মাদ্রাসা আর কলেজে একই সাথে পড়ছেন। তিনি লেখার স্বার্থে মাল্টি বিজনেস তৈয়ার করতে চান, বইকে প্রোডাক্ট হিসাবে চূড়ান্ত করতে চান।