প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
আফিয়া সিদ্দিকা রাঈসা
আফিয়া সিদ্দিকা রাঈসা, ১৯৯৯ সালের ১৮ সেপ্টেম্বর তিতাস নদীর তীর ঘেঁষা ব্রাহ্মণবাড়িয়া শহরের খ্রিস্টান মিশনারি হাসপাতালে জন্ম গ্রহণ করেন। দাদার বাড়ি কিশোরগঞ্জ আর নানার বাড়ি নেত্রকোণা। বাবার চাকরিসূত্রে দেশের নানা প্রান্তে তাঁকে ঘুরতে হয়েছে, বারবার বদল করতে হয়েছে স্কুল, শেষমেশ মাধ্যমিক পাশ করেন ঢাকার স্বনামধন্য আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে আর উচ্চমাধ্যমিকের পাট চুকোন ঢাকারই আর এক বিখ্যাত প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন কলেজ থেকে। বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পুরকৌশল বিভাগে পড়ছেন। ছোটবেলা থেকেই বাংলা সাহিত্যের প্রতি তাঁর তীব্র অনুরাগ৷ মূলত কাব্যচর্চার সূত্রপাত ঘটে স্কুল জীবনে। খুব সম্ভবত তখন অষ্টম শ্রেণিতে পড়েন। অতঃপর কিছুটা বিস্ময়ে আবিষ্কার করেন, শব্দের ভাব, ছন্দ, তাল নিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠায় আঁকিবুঁকি করতে বেশ লাগছে তো! যদিও পড়াশোনার চাপে প্রতিনিয়ত শব্দের খেলায় মেতে থাকা তাঁর পক্ষে সম্ভব হয়নি। নিয়মিত ভাবে সাহিত্য চর্চার শুরু বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকে। প্রথমদিকে শখের বশেই লেখালেখি করতেন। তবে বর্তমানে পেশাগতভাবে সাহিত্য চর্চার সাথে সম্পৃক্ত হবার ইচ্ছে পোষণ করেন। তাই প্রকৌশলবিদ্যায় কর্মজীবন গড়ার পথে হাঁটলেও বাংলা সাহিত্য চর্চা ছেড়ে দেননি। লেখালেখি ছাড়াই ভালোবাসেন আবৃত্তি, টাইপোগ্রাফি, অ্যাম্বিগ্রাম করতে। যুক্ত আছেন বেশ কিছু সামাজিক কর্মকাণ্ডের সাথে। ২০২০ সালে Team Platform এবং মিউজিক ব্যান্ড AVASH আয়োজিত লিরিক হান্ট প্রতিযোগিতায় তাঁর লেখা লিরিক প্রায় ৩ হাজার লিরিকের মধ্যে সেরা ৫০ টি লিরিকের মধ্যে জায়গা করে নিয়েছিল। সাহিত্য পত্রিকা আড়ম্বর আয়োজিত সাহিত্য প্রতিযোগিতায় তাঁর লেখা কবিতা প্রথম স্থান অধিকার করেছিল। এছাড়া বুয়েট সাহিত্য সংসদ আয়োজিত Lit Fest প্রতিযোগিতাতেও পেয়েছেন পুরস্কার।