প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
ফারজানা আহমেদ
লেখক পরিচিতিঃ ফারজানা আহমেদ, জন্ম ও লেখাপড়া ঢাকায়।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন। বাবা মহিউদ্দিন আহমেদ ( প্রকৌশলী), মা সায়েরা আহমেদ( গৃহিণী)। ছোটবেলা থেকেই গল্প কবিতা লেখার প্রতি তার খুব আগ্রহ। বেশ কয়েক বছর হয় অনলাইনে লেখা শুরু করেন। উনার লেখা একক গল্পের বই "স্বপ্নের গল্প" এবং একক কবিতার বই "বর্ণিল ভালোবাসা" প্রকাশিত হয়েছে জনান্তিক প্রকাশনা থেকে ২০১৮সালের একুশে বইমেলায়। ২০২১ সালের অমর একুশে গ্রন্থমেলায় তার প্রথম Paranormal Story "ছায়া এবং কায়া" বইটি প্রকাশিত হয় "ধ্রুপদী পাবলিকেশন" থেকে। এর আগে লেখিকার বেশ কয়েকটি যৌথকাব্য গ্রন্থ প্রকাশিত হয়। প্রতি একুশে বইমেলায় প্রকাশিত বিভিন্ন সাহিত্য সংকলনে তার গল্প কবিতা প্রকাশিত হয়ে আসছে। বিভিন্ন দৈনিক ও মাসিক পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়ে আসছে। তিনি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ার সময় "শ্যামলী পাইয়নিয়ার রোটারেক্ট ক্লাবের" সাংস্কৃতিক সম্পাদিকা ছিলেন। এখন "উত্তরা ওমেন্স ক্লাবের" সদস্যা। লেখিকার দাদা আলাউদ্দিন আহমেদ ছিলেন একজন শিক্ষক ও লেখক। উনার লেখা "পূর্ববঙ্গের সমাজ ও সংস্কৃতি " একটি সামাজিক ইতিহাসের অনন্য দলিল। লেখিকার দাদা আরবী, ফার্সি,উর্দু, বাংলা ও ইংরেজী ভাষায় বিভিন্ন বই অনুবাদ করতেন।