প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
বনানী আলম
আমি রোজীনা পারভীন (বনানী)। কবিতা লিখি বনানী আলম নামে। জন্ম ৮ই জুলাই ১৯৬৮, ঝিনাইদহ জেলায়। আব্বার কর্ম সূত্রে সেখানেই বেড়ে ওঠা। ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৩ সালে এস.এস.সি, সরকারি কে.সি কলেজ, ঝিনাইদহ থেকে ১৯৮৫ সালে এইচ.এস.সি এবং এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছি। বর্তমানে আমি অধ্যাপক, উদ্ভিদবিজ্ঞান হিসেবে সরকারি কে.সি কলেজ, ঝিনাইদহে কর্মরত আছি। লেখালিখির শুরু সেই নব্বই দশকের প্রথম দিকে বিভিন্ন দৈনিক পত্রিকায়। প্রথম যৌথ কবিতার বই 'চধরহভঁষষু ঝরহমরহম জধফযধ' ১৯৯৮ সালে প্রকাশিত হয়। দ্বিতীয় কবিতার বই ‘মৃৎশীল্পের সংসার’ ২০০০ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়। দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকার পর সামাজিক যোগাযোগ মাধ্যম, দেশী ও বিদেশী বিভিন্ন নিউজ পোর্টাল ও ওয়েবসাইটে লেখালেখির মাধ্যমে আবার ফিরে আসা। ফলশ্রæতিতে ২০২১-এর বইমেলায় তৃতীয় কবিতার বই ‘একটি ছুটির সকাল ও পরম্পরা’ এবং একটি অনুবাদ গ্রন্থ ‘দ্য প্রফেট’ প্রকাশিত হয়।