প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
নাফিসা সূচী
নাফিসা মাহবুব সূচী,১৯৯৩ সালের ১৯ শে নভেম্বর পিতা মাহবুব আলম এবং মাতা হেনা মাহবুবের ঘর আলো করে জন্ম নেন। জেষ্ঠ কন্যা হিসেবে তিনি পিতা মাতার বড়ই আদরের। বর্তমানে তিনি একজন গৃহীনি এবং একজন জননী। লেখা লেখির অগ্রযাত্রা শুরু হয় ২০১৭ সালে। ফেসবুকে লেখালেখির মাধ্যমে তিনি বেশ পাঠকপ্রিয়তা অর্জন করেন। লেখক সমরেশ মজুমদার এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সহ আরও বহু লেখকের উপন্যাস পড়তে পছন্দ করেন৷ অবসর সময় গুলোতে লেখক কিবোর্ডে আঙুল চালাতে শুরু করেন। নিজের মনের কথা গুলো, কল্পনা গুলো অক্ষরে সাজাতে শুরু করেন। এবং তারই ধারাবাহিকতায় লেখকের প্রথম একক উপন্যাস "রইলো তোমায় নিমন্ত্রণ" প্রকাশ পেতে যাচ্ছে৷ লেখকের মতে, বইয়ের পাতায় দেয়ার মতো পরিচয় তার আদৌ গড়ে ওঠে নি। তবুও একান্তই একক উপন্যাস এবং পাঠকদের সাথে নিজের পরিচয় করাবার উদ্দেশ্যেই লেখক পরিচিতি লেখা৷ লেখকের প্রথম বইয়ের জন্য তাকে অভিনন্দন৷ আশা করছি তিনি তার প্রথম উপন্যাসের মাধ্যমে পাঠক হৃদয়ে নিজের স্থান পাকাপোক্ত করবেন। এবং সেই দিন অতি নিকটে যখন লেখক নিজের পরিচিতি বইয়ের পাতায় আরও বিশেষ ভাবে লিখতে পারবেন। তার পাঠকরা সেদিনের অপেক্ষায় থাকবে৷