প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
সাবিদ উদ্দীন নাহিয়ান
সাবিদ উদ্দিন নাহিয়ান বাংলাদেশের বিজ্ঞান লেখক। তিনি ৭ জুন চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস সন্দ্বীপে অবস্থিত। তিনি বর্তমানে নাসিরাবাদ সরকারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। নবম শ্রেণিতে পড়াকালীন অবস্থায় তিনি তত্ত্বীয় পদার্থবিজ্ঞানের উপর গবেষণা শুরু করেন। তার প্রথম গবেষণা পত্র “The Auxiliary Law Of Motion” ঐ বছরই Journal Of Modern Physics এ প্রকাশিত হয়। তবে তিনি “The Theories Of Capacitor” এই গবেষণা পত্রটির জন্য বিশেষ পরিচিতি লাভ করেন। এই গবেষণা পত্রে তিনি তড়িৎ ধারকের তড়িৎ ক্ষেত্র, তড়িৎ চৌম্বক প্রাবল্য এবং তড়িৎ ক্ষমতা নিয়ে আলোচনা করেন এবং এই সম্পর্কে নতুন ধারণা দেন। এখন তিনি পর্যন্ত আটটি গবেষণা পত্র রচনা করেন। তার বিখ্যাত গবেষণা পত্রগুলো হলো The Auxiliary Law Of Motion, The Potential Theory Of Power, The Potential Theory Of Force, The Theories Of Capacitor, The Theory Of Displacement ইত্যাদি।