প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
হাসান জামান খান
পিতৃভূমি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শেলাচাপড়ী গ্রাম। করতোয়া নদীর তীর ঘেঁষে। প্রথম সাঁতার এ নদীতে। জলের প্রতি ভালোবাসার জন্ম এখানে। শৈশব কেটেছে রংপুর ক্যান্টনম্যান্ট এলাকায়। জলের দুরন্ত টানে ঘাঘট নদীর পাড়ে কেটেছে অনেক দুপুর। ঘাঘটের সরু জলধারা শিশুমনে জন্ম দিয়েছিল অনেক প্রশ্ন। এক হাঁটু জলেও নদী হয়? কৈশোরে ঢাকা ফিরে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা আর তুরাগ দর্শন। শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক (১৯৮৭) এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক (১৯৮৯) পাশ করেন। এরপর জল, মাটি আর অবকাঠামো নিয়ে পড়তে যান খুলনা প্রকৌশল বিশ^বিদ্যালয়ে (কুয়েট)। সিক্ত হন ভৈরব আর রূপসার জলে। সিভিল ইঞ্জিনিয়ার ক্যাটাগরিতে কানাডায় অভিবাসন ২০০৫ সালের ডিসেম্বরে। মন্ট্রিয়লের কনকোর্ডিয়া ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। প্রথম কোনো বিদেশী নদীর প্রেমে পড়েন এসময়। সেন্ট লরেন্ট নদীর শীতল জলে অবগাহন। প্রফেশনাল ইঞ্জিনিয়ার লাইসেন্স পান অন্টারিও প্রদেশে। ডব্লিউএসপি গ্লোবাল ইঞ্জিনিয়ারিং পরামর্শক প্রতিষ্ঠানে চাকুরী নিয়ে থিতু হন টরন্টো শহরে। কাজ করেন সিভিল ইঞ্জিনিয়ারিং-এর জিওটেকনিক্যাল বিশেষজ্ঞ হিসেবে। কর্মক্ষেত্রে বাঁধ, হাইওয়ে এবং সুউচ্চ ভবনের তলায় মাটির ধারণ ক্ষমতা আর ভুগর্ভস্থ জলের গতি প্রকৃতি বিশ্লেষণ তাঁকে বাঁধ আর জলের প্রতি আরও আগ্রহী করে তোলে। তবে কারিগরি ব্যাখ্যা নয়, বাঁধ আর জলের গল্প বলতে ভালোবাসেন। সে গল্পে ফুটে ওঠে আন্তর্জাতিক সমাজ ও বিশ্ব রাজনীতি।