প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
শাহ মুহাম্মাদ মাসউদ
শাহ মুহাম্মাদ মাসউদ একজন প্রাণবন্ত, সহজ-সরল, চিন্তাশীল মানুষ। নিজেকে ভাসিয়েছেন কবিতার সরোবরে। রাগ, অনুরাগ, বিরাগ, বিরহ, মিলনের কুসুম ও কোলাহল মেখে হৃদয়োৎসারিত সৌন্দর্যের সুর তুলেছেন কবিতার অন্তরীক্ষে। জীবনের ধূসর পাঠ চুকিয়ে নতুন দিনের স্বপ্ন আঁকার দুরন্ত স্পৃহাকে জীবন্ত করে তুলে ধরেছেন কবিতার ছত্রে। বিভিন্ন পত্রিকায় তার সৃষ্টি মুদ্রিত হয়েছে বিভিন্ন সময়ে। লেখার ক্ষেত্রে কাঠামোবদ্ধ শৃঙ্খলের ভেতর দিয়ে যাননি এ কবি। শব্দ চয়ন, ভাষা ও নির্মাণ শৈলীতে রয়েছে তার নিজস্ব ঢঙ— প্রাঞ্জল, সাবলীল ও গভীরাশ্রয়ী। তুলে ধরেছেন সুনির্দিষ্ট বক্তব্য। আছে রক্ত জাগানিয়া ঝংকার, ঐতিহ্য চেতনা, মাটি ও মানুষের প্রতি ঐকান্তিক দরদ। এছাড়াও তিনি একজন পাঠকপ্রিয় কলামিস্ট। ২০০৬ সাল থেকে দৈনিক ইনকিলাবের লেখক সারিতে যুক্ত আছেন। বিভিন্ন স্মারক গ্রন্থ ও সাময়িকীর সম্পাদক শাহ মুহাম্মাদ মাসউদের জন্মভিটা কুমিল্লা জেলার নাংগলকোট উপজেলার মৌকারায়। পাখির কূজন আর তারুণ্যের কোলাহল নিয়ে শৈশব, কৈশোর কেটেছে সেখানেই। উচ্চ শিক্ষার সনদ নিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে।