প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
নাজমা আরা
জন্ম ষাটের দশকের শেষের দিকে । বেড়ে উঠা, শিক্ষাদীক্ষা সব চট্টগ্রামে । সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ-বিজ্ঞানে অনার্স-মাষ্টার্স । তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২১তম ব্যাচের ছাত্রী । শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু । তিনি পারিবারিক ও সামাজিক কাজে মনোযোগী । বই পড়া তার কাছে নেশার মত । পড়াশুনার মাধ্যমে শানিত চেতনা থেকেই লেখক হিসাবে আত্মপ্রকাশ । তবে কবিতা লেখা শুরু স্কুলের ছাত্রী জীবন থেকেই । মানুষ ও প্রকৃতির বৈচিত্র্য, মানুষের অন্তর-বাহিরে প্রেম ও ভালোবাসার দ্বন্দ্ব, তুমুল রাজনৈতিক সময়ের দ্রোহ, সব মিলিয়ে বিচিত্র জীবন বোধ । নিসর্গ ও মানব মনের তীব্র টানাপোড়েন তাঁর কবিতার প্রধান উপজীব্য। জীবনের আলো-ছায়া কবিতায় রূপান্তর করেছেন নিবিড় পর্যবেক্ষণে । “আমি নির্মাণ করি তোমার আকাশ” তার প্রথম কাব্যগ্রন্থ ।