প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
হাফিজুর রহমান
আমি হাফিজুর রহমান, পিতাঃ খলিলুর রহমান,মাতাঃ হালিমা বেগম ।জামালপুর সদর উপজেলায় জন্ম। মধ্যবিত্ত ঘরের সন্তান আমি।টাংগাইল,করটিয়া সা’দত কলেজ থেকে “হিসাব বিজ্ঞান” বিভাগ নিয়ে পড়া—লেখা শেষ করে গত প্রায় এক দশক ধরে পোশাক শিল্প প্রতিষ্ঠান এনার্জিপ্যাক ফ্যাশনস লিঃ এ প্রশাসনিক বিভাগে কর্মরত আছি। ধমীর্য় বই পড়তে ভীষন ভালোবাসি।পরোপকারের দৃড় প্রত্যয় নিয়ে আমি প্রতিটি দিন শুরু করি।কথা,গল্প,আড্ডায় রাসুলের সুন্নাত গুলো মানুষের কাছে পৌছে দেয়াই আমার লক্ষ্য। কবরে শুয়েও মানুষের দুআ পাবো এমন চিন্তা থেকেই বই লেখার সূচনা।এটিই আমার প্রথম মৌলিক বই। প্রিয়তমা সহধর্মিনী, আমার দুই ছেলে,মা—বাবা ও একমাত্র ছোট বোনকে নিয়েই আমার সুখের পৃথিবী।