প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
রিফাত ইসলাম সাইফুল্লাহ
রিফাত ইসলাম সাইফুল্লাহ যুগের ধারাবাহিকতায় উন্মোচিত হওয়া একজন উদীয়মান তরুণ লেখক সংগঠক সমাজকর্মী বহু সৃজনশীল গুণের অধিকারী। তিনি। তিনি একাধারে চতুর্মূখী ভূমিকা পালন করে আসছেন নিজের ব্যক্তি জীবনে। বহু সংগঠনের প্রবক্তা সামাজিক ভাবে সমাজ উন্নয়ন ও মানব উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন ঢাকাসহ কিশোরগঞ্জের ভাটি-হাওর প্রত্যন্ত অঞ্চলে। সেই সুবাদে তিনি মানুষ কে রচনা করতে পারেন মানুষের ভাব আবেগ বুঝতে পারেন।তাই তিনি মনুষ্যত্বের সন্ধানে রচনা করছেন লিখেছেন মানুষের সবচেয়ে অসীম গুণ প্রেম নিয়ে যা একক গ্রন্থ " প্রেমকাব্য " এ প্রকাশিত হয়েছে অমর একুশে বইমেলা -২২ এ ।ইতিপূর্বে তিনি বহু যৌথ কাব্যগ্রণ্থে লেখক সম্মাননা ক্রেস্ট অর্জন করেছেন। তন্মধ্যে ভালোবাসার কাব্যমালা , কাব্যের ভেলা গ্রন্থ ইত্যাদি কবিতা এছাড়াও বঙ্গবন্ধু কে নিয়ে সারাদেশ থেকে বাছাইকৃত লেখক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী এমপি-মন্ত্রীসহ যৌথ ছাপা গ্রন্থ "আমার বঙ্গবন্ধু " তে লিখেছেন ও সম্মাননা অর্জন করেছেন। বিভিন্ন পত্রিকায় লেখার পাশাপাশি সাংবাদিকতাই ও ভূমিকা রাখছেন। এভাবেই তিনি সমাদৃত হচ্ছেন মানুষের কাছে।