Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

A.K.M Mohsin Uddin (Monir) books

follower

এ.কে.এম মহসিন উদ্দীন (মনির)

লেখক এ.কে.এম মহসিন উদ্দীন (মনির) ১৯৮৪ সালের ১লা জানুয়ারী পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার থানাপাড়ার একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ আব্দুল আউয়াল ফরাজী (অবঃ প্রাপ্ত) উপ-সহকারী প্রকৌশলী, মাতা- মরহুমা মোসাঃ আকলিমা খানম (মধু)। ৫৯ নং বকসির ঘটিচোরা (থানাপাড়া) সঃ প্রাঃ বিদ্যালয় থেকে প্রাইমারী শিক্ষা শেষ করে দক্ষিন বাংলার এঁতিহ্যবাহী বিদ্যাপীঠ কে.এম.লতিফ ইনস্টিটিউশন, মঠবাড়িয়া থেকে ১৯৯৮ সালে বিজ্ঞান বিভাগে এস.এস.সি পাশ করেন । ২০০২ সালে ডিপ্লোমা ইন এগ্রিকালচার সফলতার সহিত প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর অমৃত লাল কলেজ, বরিশাল থেকে স্নাতক ও বি. এম কলেজ থেকে সফল ভাবে স্নাতকোত্তর পাশ করেন। পরবর্তীতে বরগুনা ল. কলেজ থেকে এল. এল. বি অর্জন করেন। কর্ম জীবনের শুরুতে তিনি হরিণপালা সিদ্দিকিয়া নেছারিয়া দাখিল মাদ্রাসায় (ভান্ডারিয়া, পিরোজপুর) কৃষি শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পাশাপাশি মেসার্স আউয়াল ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট মঠবাড়িয়া এর প্রতিষ্ঠাতা ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি আকলিমা এন্ড মহসিন উদ্দীন ফাউণ্ডেশন প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার পদে কর্মরত রয়েছেন।

এ.কে.এম মহসিন উদ্দীন (মনির) এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed