প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
এমি জান্নাত
পুরাে নাম মায়িদা জান্নাত এমি। জন্ম সিরাজগঞ্জ জেলায় ৫ অক্টোবর। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে ভিক্টিমােলজি এন্ড রেস্টোরেটিভ জাস্টিস' বিষয়ে দ্বিতীয় মাস্টার্স শেষ করেন। পেশায় একজন সাংবাদিক। পরিবার এবং সুহৃদদের অনুপ্রেরণায় তৃতীয় বই প্রকাশিত হতে যাচ্ছে ২০২৪ এর অমর একুশে বইমেলায়, যেটি কবিতার। প্রথম প্রবন্ধ বই হৃদয়ের এপার ওপার, দ্বিতীয় থ্রিলার উপন্যাস 'রহস্যদিন'। লেখালিখি এবং সাংবাদিকতায় এমি জান্নাত নামে পরিচিত। ছােটবেলা থেকেই লেখালিখির প্রতি ঝোঁক আর তা থেকেই নিজের মতাে করে গল্প, কবিতা লেখেন। তার বিভিন্ন আর্টিকেল বিভিন্ন সময় প্রকাশিত হয়ে আসছে। কবিতা প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি জায়গায়। এর মধ্যে কলকাতার ‘উদার আকাশ’ পত্রিকাতেও তার একটি কবিতা ছাপা হয়। সেখানকার বইমেলার জন্য লেখার সুযােগ পেয়েছেন এমি জান্নাত। লেখালিখি ভালােবেসে করেন আর সাংবাদিকতাও সেই থেকে ভালােবাসার বিশাল এক জগৎ। করছেন সমাজসেবামূলক কাজ। সুবিধাবঞ্চিতদের নিয়ে তার স্বেচ্ছাসেবামূলক ছোট্ট ফাউন্ডেশন 'এক চিলতে খুশি' নিয়ে কাজ করছেন ছাত্রজীবন থেকে। অবসরে বই পড়া, লেখালিখি, গান শােনা, আবৃত্তি আর শখের পেইন্টিং করেন। এভাবেই সবার শুভ কামনা থাকলে আরও ভালাে লেখা এবং কাজ নিয়ে এগিয়ে যেতে চান এমি জান্নাত।