প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আনিসুর রহমান বাবুল
জন্ম ১১ জ্যৈষ্ঠ ১৩৭৮ বাংলা, ২৫ মে ১৯৭১ খ্রি.। নেত্রকোনা জেলা বারহাট্টা উপজেলার শিমুলিয়া গ্রামে। বাবা মরহুম ইব্রাহিম তালুকদার, মা তালুকদার রোকেয়া ইব্রাহিম, স্ত্রী বিউটি আক্তার, দুই সন্তান বৃষ্টি ও বিথি। শিক্ষাগত যোগ্যতা এমএ (দর্শন)। শৈশবে ছড়া লেখার মাধ্যমে লেখালেখি শুরু। ছাত্রাবস্থায় জাতীয় দৈনিক আজকের কাগজ সিলেট অফিস এর সহযোগী সাংবাদিক হিসেবে কাজ করার পাশাপাশি স্থানীয় জাতীয় প্রায় সব পত্রিকায় ছড়া, কবিতা, প্রবন্ধ, ফিচার, গ্রন্থ আলোচনা ইত্যাদি লিখেছেন। ১৯৯৯ সালের ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক স্কুল সিলেটে নিয়োগপ্রাপ্ত হন। কিন্তু ২০০২ সালে এসে ব্রেন স্ট্রোক হলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। অন্যদিকে স্কুল কর্তৃপক্ষ বিনা নোটিশে চাকরিচ্যুত করেন। দীর্ঘদিন পর সুস্থ হয়ে উঠলে পুনরায় লেখালেখি শুরু করেন। বর্তমানে নেত্রকোনা জেলা বারহাট্টা উপজেলা তেঘরিয়া বাজারে শাপলাকুঁড়ি বিদ্যানিকেতনে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার প্রকাশিত গ্রন্থ ‘মহাসঙ্গমে’ ২০২০, ‘সিলেট ও প্রাসঙ্গিক ভাবনা’ ২০০২ খ্রি.।