প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
জেসমিন মুননী
বিশ শতকের নয়ের দশকে যে কজন নারী বাংলাদেশের কথাসাহিত্যে নিজস্ব আর্তি, আবেগ ও সংবেদন দিয়ে একেবারে নিজস্ব জগৎ নির্মাণে প্রবল সচেষ্ট হলেন তাঁদের একজন জেসমিন মুন্নী। বিশের শেষেই যে বিশ্ব ভাঙছিল, একুশ শতকে এসে তা নতুন রূপ নিল। নতুন বিশ্বের সুরে আবার নিজের স্বর বসিয়ে নিলেন তিনি। এর ফলে আবার তাঁর কথাসাহিত্যে বেজে উঠল নতুন দুনিয়ার গান। জগৎ বদলালো, নিজেকে বদলালেন জগতের সাপেক্ষে এবং বদলে বদলে এগিয়ে গেল তাঁর লেখা। অব্যাহত পরিবর্তনের মধ্যে যা অপরিবর্তনীয়, যা স্বকীয়, যা স্বভাবী তা আমাদের চিনিয়ে দিল কথাসাহিত্যিক জেসমিন মুন্নী কে। কথাসাহিত্যিক হিসেবে জেসমিন মুন্নীর অব্যাহত যাত্রার ছাপ পড়ে রইল ‘সোনার হরিণ’, ‘জীবনানন্দ দাশের লক্ষ্মীপেঁচা, ‘লেখক ও নায়িকার দ্বিতীয় পর্ব’, ‘মানুষ ও মানুষের গল্প’, ‘কুয়াশা ও দীর্ঘশ্বাসের দিন’ ইত্যাদি গ্রন্থে। জেসমিন মুন্নীর জন্ম ঢাকায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক নানা কাজের সঙ্গেও যুক্ত তিনি।