প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
স্টিফেন মার্ক শোর
ড. স্টিফেন শো’রের চার বছর বয়সেই ডায়াগনোসিস হয়েছিল যে, তিনি কথা বলতে পারেন না এবং তার বিকাশজনিত সমস্যা ও গুরুতর অটিজম প্রবণতা রয়েছে। তিনি বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে স্পেসাল এডুকেশনে পিএইচডি সম্পন্ন করেন। স্টিফেন এখন অ্যাডেলফি বিশ্ববিদ্যালয়ের Ruth S. Ammon School of Education এ এসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছেন। অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের ক্ষমতায়ন ও তাদের সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটানোর লক্ষে তার কাজের অংশ হিসেবে তিনি স্পেসাল এডুকেশন ও অটিজমের ওপর কোর্সগুলো পড়ান। শিক্ষা, পারস্পারিক সম্পর্ক, কর্মসংস্থান, অ্যাভোকেসি ও নতুন তথ্য উন্মোচন-এই বিষয়গুলোর উপর উপস্থাপনা, কনসালটেশন ও লেখালাখির জন্য তিনি বিশ্বব্যাপী সমাদৃত।