প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
ফয়সল আরেফিন দীপন
জন্ম : ১২ জুলাই ১৯৭২, মৃত্যু : ৩১ অক্টোবর ২০১৫ ফয়সল আরেফিন দীপন নামটি এখন কেবল বাংলাদেশেই নয়, পৃথিবীর সকল দেশের রাজধানীতে ও বড় শহরগুলােতে আলােচিত হচ্ছে। ৩০.১০.২০১৫ তারিখে তিনি শাহবাগের আজিজ মার্কেটে নিজ অফিসকক্ষে অপরাহ্ন ৩টার দিকে গুপ্তঘাতকদের হাতে প্রাণ হারান। আনসারুল্লাহ আল ইসলাম নামে এক গুপ্ত সংগঠন এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে, এবং প্রচার করেছে যে, ব্লগার অভিজিৎ রায়ের ইসলাম-বিরােধী বই প্রকাশের জন্য তাকে হত্যা করা হয়েছে। এই সংগঠন প্রচার করেছে, ইসলাম-বিরােধী বই লেখা যেমন অপরাধ, প্রকাশ করাও তেমনি অপরাধ। দীপন কখনাে ব্লগে ইসলাম-বিরােধী কোনাে প্রচারে যায়নি। সভ্যতার বিকাশে ইসলামের প্রগতিশীল ভূমিকা সম্পর্কে তিনি লিখিতভাবে ও মৌখিকভাবে মত প্রকাশ করতেন। অভিজিৎ ছিলেন তার স্কুল জীবনের বন্ধু। তার দুটি বই দীপন প্রকাশ করেছিলেন। ২০১৫ সালের বইমেলার সময়ে অভিজিৎ বইমেলার পাশেই গুপ্তঘাতকদের হাতে প্রাণ হারিয়েছিলেন। দীপন ছিলেন জাগৃতি প্রকাশনীর প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী। অর্থনীতিতে এম এ পাশ করার পর কোনাে চাকুরিতে না গিয়ে জাতিগঠন, রাষ্ট্রগঠন ও প্রগতির লক্ষ্য নিয়ে ২৩ বছর ধরে প্রাণপণ পরিশ্রমের দ্বারা এই প্রকাশনা প্রতিষ্ঠানটি তিনি গড়ে তুলেছিলেন। বাধা-বিপত্তির মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানটি যখন উন্নতিশীল হয়ে ওঠে, তখনই মাত্র ৪৩ বছর বয়সে, দীপন প্রাণ হারালেন। সতীদাহ গ্রন্থটি সম্পাদনা করে প্রকাশের ব্যবস্থা তিনি ২০১৫ সালের বইমেলার জন্যই করেছিলেন। কিন্তু তখন সেটা তিনি সম্ভব করতে পারেননি। এবার। গ্রন্থটি প্রকাশিত হলাে যখন তিনি আর নেই।