প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আবদুর রশীদ যশোরী
মাগুরা জেলার মহম্মদপুরে ১৯৪৯ সালে আবদুর রশীদ যশোরীর জন্ম। পেশায় শিক্ষক। ছাত্রজীবন থেকে লেখালেখির সূত্রপাত, বর্তমানে গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক। অধ্যাপক সৈয়দ আলী আহসান এবং আরো অনেক সাহিত্য-মনীষা তাঁর রচনার স্বাতন্ত্র্য ও বৈচিত্র্যে, বাস্তবতা প্রশংসা করেছেন। পরিচ্ছন্নতার ভূয়সী ১৯৮৬ সালে 'সিন্দাইনী সাহিত্য পদক', ১৯৯৬ সালে 'মাগুরা জেলা পরিষদ পুরস্কার', ২০০১ সালে 'ভরসা সাহিত্য পদক' এবং ২০০৩ সালে 'কলমের সৈনিক সাহিত্য পদক' লাভ করেছেন তিনি। বি.এ.বি.এড. পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন আবদুর রশীদ যশোরী। পেশাগত জীবনে ২০০১ সালে পেয়েছেন বিরল সম্মাননা-'জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক' স্বর্ণপদক। ২০০৬ সালে আর্ন্তজাতিক শিক্ষামেলায় বি.এস.বি ফাউণ্ডেশন তাঁকে আবারো সম্মানিত করে 'দেশের শ্রেষ্ঠ শিক্ষক'-এর পুরস্কারে। তাঁর জীবদ্দশায় তাঁর নামে মাগুরায় নিজস্ব উপজেলা পরিষদের সড়কের নামকরণ করা হয়েছে 'রশীদ যশোরী সড়ক'।