Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Golam Kibria Pinu books

follower

গোলাম কিবরিয়া পিনু

গোলাম কিবরিয়া পিনুর ‘দেশভরা নদী’ গোলাম কিবরিয়া পিনু’র ‘দেশভরা নদী’ গ্রন্থের ছড়ায় আছে দেশকে ভালোবাসার কথা, আপন ভাষা ও নদীর কথা, সুচেতনার কথা ও নিজেকে ভালো মানুষ হয়ে জাগিয়ে তোলার কথা। কেবল ছড়া লেখার জন্য ছড়া লেখা কিংবা মনোরঞ্জনের ছড়া লেখা নয়, শিশু-কিশোরদের মধ্যে আনন্দ জাগিয়ে তুলে নৈতিকবোধ জাগ্রত করতে তিনি ছড়া লিখে থাকেন। ছড়াগুলোতে সেই উদ্দীপনা ও স্বপ্নেরর অনুরণন আছে। এই গ্রন্থের লেখায় গোলাম কিবরিয়া পিনু তাঁর নিজস্বতা বজায় রাখতে পেরেছেন। গোলাম কিবরিয়া পিনু (জ. ৩০ মার্চ, ১৯৫৬) আশির দশকের শীর্ষস্থানীয় কবি হিসেবে সমধিক পরিচিত হলেও শিশুসাহিত্যে তাঁর অবদানকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তিনি একজন বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক। ইতোমধ্যে তাঁর ২৯টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। আশির দশকের মাঝামাঝি সময়ে তাঁর ‘খাজনা দিলাম রক্তপাতে’ (১৯৮৬) নামে প্রথম ছড়াগ্রন্থ প্রকাশিত হয়। তাঁর ছড়া নিয়মিত প্রকাশিত হয়ে আসছে প্রথম সারির দৈনিক পত্রিকা, সাময়িকী ও লিটলম্যাগাজিনে। পরবর্তী সময়ে তাঁর ছড়াগ্রন্থ প্রকাশিত হয় আরও ৪টি। বিশেষত, বাংলাদেশে শিশু একাডেমি থেকে প্রকাশিত ‘ঝুমঝুমি’ (১৯৯৩) গ্রন্থটি তাঁর শিশুসাহিত্যের পরিণত প্রকাশ। এছাড়া ‘এক কান থেকে পাঁচ কান’ (১৯৯৮), মুক্তিযুদ্ধের ছড়া ও কবিতা (২০১০) এবং ‘ছুঁ মন্তর ছুঁ (২০১৬) গ্রন্থও তাঁর ছড়াসাধনার নজির। এম. নূরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার (২০১০) তাঁর ছড়াসাধনার স্বীকৃতিও বটে।

গোলাম কিবরিয়া পিনু এর বই সমূহ

(Showing 1 to 18 of 18 items)

Recently Viewed